আমাদের কথা খুঁজে নিন

   

facebook এর security check থেকে নিয়ে নিন চিরদিনের জন্য মুক্তি

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

সামু ব্লগের ব্লগার রাজিব০০৭ ভাই কিছুদিন আগে আমার কাছে জানতে চেয়েছিলেন যে কি করে facebook এর security check থেকে মুক্তি পাওয়া যায়। আমি তথন এর সমাধান দিতে পারি নাই । আজকে রাজিব ভাইয়ের জন্য সলিউশনটা বের করলাম। যারা ফেইসবুক ব্যবহার করেন তারা অবশ্যই facebook এর security check এর সাথে পরিচিত চরম বিরক্তিকর একটা ব্যাপার । কিন্তু নিচের পদ্ধতিটি অনুসরন করে এটিকে আপনারা চিরতরে বিদায় দিতে পারেন তাহলে চলুন শুরু করি।

>>security check এর জন্য যে বক্সটি আসে তার ঠিক নীচে Verify your account এ click করুন। >>Country Code এ "Bangladesh (+880) select করুন >>Phone Number box এ আপনার Mobile number টি প্রবেশ করুন। Confirm এ click করুন (কিছুক্ষনের মধ্যে আপনার Mobile এ একটি কোড আসবে)। >>একটি নতুন page আসবে, সেখানে আপনাকে মোবাইলে আসা কোডটি প্রবেশ করাতে হবে। এখানে আপনার Mobile এ facebook থেকে যে confirmation code টি গেল সেটি প্রবেশ করান।

Confirm লিংক এ click করুন। ব্যাস আপনার কাজ শেষ এখন থেকে আপনাকে Security Check এর জ্বামেলায় পড়তে হবেনা। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.