আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া বিমান বন্দরের নতুনকোড নেম, Hazrat = Ha , Shahjalal=S , International=In, Airport = A কোড নেম = HASINA মানে হাসিনা।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের নতুন নাম করা হয়েছে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর। আর্ন্তজাতিক নিয়ম অনুসারে সব বিমান বন্দরকে সাংক্ষেতিক নামে ঢাকা হয়, পাইলটরাও নিজেদের কথোপকথনে সেই কোড নেম ব্যবহার করেন। নাম বদলের বিভিন্ন পোস্ট থেকে পাওয়া কিছু মজার তথ্য Hazrat Shahjalal International Airport সংক্ষেপ করেন… Hazrat = Ha , Shahjalal=S , International=In , Airport = A কোড নেম = HASINA মানে হাসিনা । এবার আসুন পাইলটদের কথোপকথন শুনি কন্ট্রোল টু ককপিট, ইউ আর ক্লিয়ার টু ল্যান্ড অন হাসিনা।

কন্ট্রোল টু ককপিট, হাসিনা ইজ রেডি/ক্লিয়ার, ইউ আর অলসো ক্লিয়ার টু এন্টার হাসিনা। মেয়ে দে মেয়ে দে, কন্ট্রোল লুস্ট ফ্রম কক পিট। মাই ডিক -০০৭ ইজ মেকিং ক্র্যাশ ল্যান্ড টু হাসিনা। মেয়ে দে মেয়ে দে। [Mayday Mayday, control lost from the cockpit. MY DK - 007 is making crashland to HA S IN A. Mayday mayday] লেখাটি কাঙ্গালের দিনকাল ব্লগ থেকে নেওয়া ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।