আমাদের কথা খুঁজে নিন

   

পতিতারা কি আসলেই ঘৃনার যোগ্য??

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

পথে চলতে ফিরতে প্রয়শঃই এদের দেখা যায়। যেহেতু শহরে অনেকদিন থাকি তাই দেখলেই এদের চিনতে পারি। তবে কখনো এদেরকে ঘৃনিত মনে হয় নি। কেন যেন এদেরকে আমার খুব খারাপ বলে মনে নয় কি, কারন পেটের দায় বা বিভিন্ন প্রতিকুলতার কারনেই হয়ত এদেরকে এরকম একটি পেশায় আশতে হয়েছে। এমনকি "পাপকে নয় পাপিকে ঘৃনা করুন" এজাতীয় মতবাদের জোরে পতিতাবৃত্তির পেশাটিকেও কখনো ঘৃনিত মনে হয়নি কারন সমাজে অনেক রকমের পেশার প্রয়োজন আছে।

কিন্তু সম্প্রতি নিজের অজান্তের এদের একটি শ্রেনীকে ঘৃণা করতে শুরু করেছি। ইদানিং মতিঝিল, কাকরাইল, ফার্মগেট এসব এলাকায় এদেরকে দেখা যায়। এসব এলাকায় খুব ভালো করে বোরকা পরে কতিপয় পতিতা ঘোরাঘুরি করে। এদের দেখলে খুবই খারাপ লাগে। বোরকার মত একটি পোষাককে এরা এত খারাপকাজে ব্যবহার করছে! আমার মা, খালা সহ অনেক মুরুব্বীরাই বোরকা পরেন।

যখন আমি দেখি কতিপয় সুযোগসন্ধানী মেয়েরা বোরকার মত একটি পোষাকের আড়ালে নিয়োমিত পতিতাবৃত্তি করছে তখন এদের প্রতি খুব ঘৃনা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।