এডিট করুন
অনেক আগের কথা। দেশে আসিফ নামের একজন শিল্পী আইল। প্রথম কেসেটেই সুপার হিট। ও প্রিয়া তুমি কোথায়। যেইহানেই যাই সবখানেই বাজে ও প্রিয়া তুমি কোথায়।
বিটিভিতে দুইডা গানও দেখলাম। একটা অনুষ্ঠান আছিল বিটিভিতে "সেরা পাচ" নামে। সেই অনুষ্ঠানে "ক্ষমা করে দিও আমাকে" গানডা দেহাইছিল। তবে আসিফের "ও প্রিয়া তুমি কোথায়" গানডা প্রথম শুনি আমার প্রাইমারী স্কুলের একটা অনুষ্ঠানে। কি উপলক্ষে জানি একটা কি সভা হইছিল।
ও হ্যাঁ মনে পড়ছে বারেক চেয়ারম্যানের অনুষ্ঠান আছিল ঐটা। কি কারণে জানি উনি এই অনুষ্ঠানের আয়োজন করছিলেন ঠিক মনে নাই। আমরা অনুষ্ঠানে গেছিলাম মূলত "আখি আলমগীর"রে দেখতে। আসিফ সেইদিন ছিল আখি আলমগীরের সহশিল্পী। তখনও তার "ও প্রিয়া তুমি কোথায়" কেসেটটা বাইর হয় নাই।
তা অনুষ্ঠানে আসিফ প্রথমে গান গাইল। ওর প্রথম গানডাই আছিল "ও প্রিয়া তুমি কোথায়"। গানডা শুইনা ভালই লাগল। আমরা আমাদের স্কুলের জানালা বাইয়া স্কুলের ছাদে উইঠা গেছিলাম। কারণ প্রচুর লোক সমাগম হইছিল।
তিল ধারণের জায়গা নাই। স্কুলের ছাদ থিকা মঞ্চের দিকে স্পষ্ট দেখা যায়। আমরা ও কিছু বড় ভাই স্কুলের জানালা বাইয়া ছাদে উইঠা আরামে অনুষ্ঠান দেখছি মোটামুটি।
অনুষ্ঠানের প্রচারনা এলাকায় কয়েকদিন ধইরা হইতে আছিল। ব্যানার ঝুলাইছিল কয়েক জায়গায়।
ব্যানারে আসিফের নাম ছিল "আসিফ খান"। পরে কেমনে কেমনে জানি এখন "আসিফ আকবর" হইয়া গেছে। আখি আলমগীরই ছিল সেইদিন মূল শিল্পী। কিন্তু আসিফ আমাদের ভালই আনন্দ দিছিল। এমনকি আমরা আখি আলমগীরের পুরা অনুষ্ঠান দেখি নাই, অর্ধেক দেইখা বাসায় চইলা আইছি।
কারণ সেইদিন "ইত্যাদি" ছিল। বাসায় আইসা দেখি "ইত্যাদি"তেও আখি আলমগীরের একটা গান দেহাইতাছে। "ইত্যাদি" সেইদিন অর্ধেক মিস করছিলাম। ইত্যাদি শেষ হওয়া মাত্র আবার দৌড় দিলাম অনুষ্ঠানের দিকে। আখি আলমগীর কেন জানি সেইদিন অনুষ্ঠান জমাইতে পারে নাই।
এক পর্যায়ে অনুষ্ঠান জমানির জন্য হিন্দি গান গাওয়া শুরু করল। তখন একটা হিন্দি গান খুব মার্কেট পাইছিল। "সারকিগো সারকিগো ছাড়ে ছাড়ে" গানডা সম্ভবত। আখি আলমগীর ঐটা গাওয়া শুরু করল। জনতার মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরা আসল।
অনুষ্ঠানে সামনের দিকে মহিলারা বসা ছিল। বেটা লোক সব পিছে দাড়াইয়া দাড়াইয়া অনুষ্ঠান দেখতেছিল। তাই ইচ্ছা থাকলেও আখি আলমগীরে কাছ থিকা দেখতে পারি নাই। তয় বুঝতে পারছিলাম আখি আলমগীরের থিকা আসিফই ভালা গায়। তার প্রমাণ অবশ্য কিছুদিন পরেই পাইছিলাম যখন আসিফের "ও প্রিয়া তুমি কোথায়" বাইর হইল।
ভালাই লাগতেছিল কেসেট বাইর হওনের আগেই সরাসরি ওর গান শুনছি বইলা। একটা কেসেট কিননের খুব শখ ছিল। কিন্তু আমার কোন টেপ আছিল না। গরীবি হালত! আজকে আবার ওর সেই কেসেটের সবগুলি গান কয়েকবার শুনলাম। আমার প্রিয় কয়েকটার লিরিক তুইলা দিলাম।
"ও প্রিয়া"র লিরিক তুলতে ইচ্ছা হয় নাই। কারণ বহুল চর্বিত চর্বনে এইডা পইচা গেছে। তারপরেও একটা ব্যাপার আছে। হাজার হইলেও এইডা একটা রেকর্ড করা গান। তাই বিরক্তি লাগলেও গানডার প্রতি সম্মানের খাতিরে এইডারে তুললাম।
আসিফের আরেকটা গান আছিল "এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বার বার হয়না দহন, আমি নিঃস্ব হলাম, ভালবাসা হারালাম, ভালবেসে কি পেলাম, ও পাষানী বলে যাও কেন ভালবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখেরও পানি"। বাপ্রে এইডা দেখ এহনও মুখস্ত আছে। এইডারে আমরা পুলাপানেরা ব্যাঙ্গ কইরা একটা প্যারোডি গাইতাম। ভদ্রতার খাতিরে প্যারোডিটা কওন যাইব না। খুব খারাপ খারাপ কথা আছিল ঐ প্যারোডিতে।
দেহি এহন এইডা খুজমু।
ভালবাসি আমি তোমাকে তুমি বুঝলে না
হৃদয়ের কথা কখনো তুমি জানলে না (২)
কিভাবে বেচে আছি চেয়ে দেখলে না
একাকী জীবন আমার শুধুই ছলনা
ভালবাসি আমি তোমাকে তুমি বুঝলে না
হৃদয়ের কথা কখনো তুমি জানলে না
স্বপ্ন দেখাটা ভুল ছিল, হৃদয়ে লেখা নাম মুছে গেল
পড়ে থাকা সব স্মৃতিগুলো, জীবন করে দেয় এলোমেলো(২)
যত দূরে থাক অজানায়, ভুলতে তোমাকে পারব না
ভালবাসি আমি তোমাকে তুমি বুঝলে না
হৃদয়ের কথা কখনো তুমি জানলে না
সন্ধ্যা তারা জ্বলে আকাশেতে, বিরহ দীপ জ্বলে হৃদয়েতে
কষ্টের জলে ভাসে সুখগুলো, বালুচরের ঘর ভেসে গেল (২)
পাথরে কাঁদে কেউ দেখেনা, সাগরে কাঁদে তবু অচেনা
ভালবাসি আমি তোমাকে তুমি বুঝলে না
হৃদয়ের কথা কখনো তুমি জানলে না(২)
কিভাবে বেঁচে আছি চেয়ে দেখলে না
একাকী জীবন আমার শুধুই ছলনা
ভালবাসি আমি তোমাকে তুমি বুঝলে না
হৃদয়ের কথা কখনো তুমি জানলে না
...........................
এখনো মাঝে মাঝে, মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে, এই মনের আঙ্গিনা ছেড়ে(২)
এই রাত সেই রাত, কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে, কতনা স্মৃতি, বন্দী মনের কারাগারে
তুমি চলে গেছ অনেক দূরে, এই মনের আঙ্গিনা ছেড়ে (২)
এই প্রাণ এই মন, কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছ তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালবাসা, একা বেদনারই চরে।
তুমি চলে গেছ অনেক দূরে এই মনের আঙ্গিনা ছেড়ে(২)
এখনো মাঝে মাঝে, মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে, এই মনের আঙ্গিনা ছেড়ে(৪)
........................
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে, আসবেনা জানি ফিরে(২)
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
জানিনা কি অপরাধে, আমাকে সাজা দিলে
কি ভুল ছিল আমার, এভাবে আমায় কাঁদালে(২)
কত স্মৃতি ভরা স্বপন, জমে আছে আমার এ বুকে
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে, আসবেনা জানি ফিরে
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
জীবনে চলারই পথে, দেখা হয় যদি দুজনার
সেদিনও দেখবে চেয়ে তুমি, অপেক্ষায় আছি তোমার(২)
আড়ালে লুকিয়ে মন, বারে বারে শুধু যে ডাকে
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
চলে গেছ অনেক দূরে আসবেনা জানি ফিরে(২)
ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারিনা তোমাকে
.........................
বুকের জমানো ব্যাথা, কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙ্গে চোখের নদীতে
অন্যের হাত ধরে, চলে গেছ দুরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(২) (২)
ভুল না হয় আমারই ছিল বেশী, করনি ক্ষমা করেছ দোষী
অভিমান লুকিয়ে রাখ যদি, থাকব সারাজীবন অপরাধী
প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না
একবার বলে যাও, কেন আমার হলে না
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(২)
বুকের জমানো ব্যাথা, কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙ্গে চোখের নদীতে
অন্যের হাত ধরে, চলে গেছ দুরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(২)
ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে
স্বপ্ন নিজের হাতে ভাংলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি
প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না
একবার বলে যাও, কেন আমার হলে না
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(২)
বুকের জমানো ব্যাথা, কান্নার নোনা জলে,
ঢেউ ভাঙ্গে চোখের নদীতে
অন্যের হাত ধরে, চলে গেছ দুরে
পারিনা তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(২) (২)
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়(৩)
ও প্রিয়া তুমি কোথায়
গানগুলি সব পাইছি নীচের লিংক থিকা
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।