মাথা ঠান্ডা রাখা বড়ই কঠিন, চতুর্দিকে খালি মাথা গরম খবর। ডুবে যাচ্ছি বলে আমাদের দাতাতের এ কি হাহাকার যেন আমারা ডুবে গেলে পৃথিবীই ডুবে যাবে
মনে মনে ভাবতেছিলাম , বাংগালীর জন্য বিশ্ববাসীর একি টান, যেন লাইলী-মজনু কাহিনী।
তবুও মনের ভেতরে খটকা লাগতেছিলো, আমাগো জন্য সবার এত মায়াকান্না কেন? যেখানে সবাই মিলে আমাদেরকে মেরে ফেললেই শান্তি, সেখানেই আমাদের জন্য অনুদান, তহবিল, ওবামার ফোন!!!!
সবই ফটকাবাজি, তাতে আমার কোন দুঃখ নেই কিন্তু ফটকাবাজির জন্য ও কি বাংগালীরেই চাই???????? পৃথিবীতে আর কোন দেশ ছিলোনা???? নাকি সবাই আমাদের রাজনীতীবিদদের আসল চরিত্র জেনে ফেলেছে?
তাই নূন্যতম সম্ভাবনা না থাকা সত্বেও সবাই আমাদেরকে ডুবাইতে চায়।
সূত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।