আমাদের কথা খুঁজে নিন

   

বড়ই বিচিত্র!!!

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন

কিছুদিন আগেও সামুকে ভয় পেতাম!!! কিন্তু এখন ধীরে ধীরে সেটা কেটে যাচ্ছে। যার মূল কারণ মজার মজার সব ব্লগাররা আর তাদের পোস্ট। আবিষ্কার করলাম কেবল রাজনীতির কূটনীতিরই চর্চাই এখানে হচ্ছে না তার চেয়ে বরং মজার মজার আইডিয়া বিতরণেরও সু-ব্যবস্থা! কোন কোন ব্লগার চমৎকার সব ওয়েব সাইট উপহার দিচ্ছেন আমাদের। আমার মনে হচ্ছে আমার সামনে নতুন একটা জগৎ খুলে গেছে! কী নেই এতে? বাব্বাহ্! এখন মনে আফসোসই হচ্ছে... আগে কেন এমন নিয়মিত আসতাম না? অনেক নবীন সাহিত্যিকদেরও দেখলাম। তাদের লেখা পড়ে মনে হলো কেবল প্রচারের অভাবে এসব লেখা অনেকেরই দৃষ্টি গোচর হচ্ছে না। পত্রিকাতেও সমান দুর্নীতি ও স্বজনপ্রীতি। আমার কেবল এটাই মনে হয়- বাংলালিংক আর গ্রামীণ তাদের এভারেস্ট সাইজের প্রচার বিজ্ঞাপন না দিয়ে তাদেরই সৌজন্যে সব পত্রিকাতে কেবল নবীন লেখকদের জন্য যদি এক আধপাতা রাখতে পারে, তাহলে তাদের সুন্দর প্রচারও যেমন হবে তেমনি নবীনরা দেশের সব স্তরের পাঠকের চোখে আসার সুযোগ পেত। যাই হোক, আমার মাথা ব্যথায় বাংলালিঙ্ক আর গ্রামীণের কিছু যায় আসে না। তার চেয়ে আমার ব্লগার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, গেমস এর, বই ডাউনলোডের, ভূতের রাজ্যের, রহস্যের রাজ্যের আর বিজ্ঞান ও প্রযুক্তির মজার মজার ওয়েব সাইট থাকলে প্লিজ প্লিজ প্লিজ আমাকে পাঠান। এই বিচিত্র জগতের সঙ্গী হতে চাই আমিও!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।