আমাদের কথা খুঁজে নিন

   

Fixed price ১২৫০ টাকা

পাললিক মন

বন্ধু বললো চল এলিফ্যান্ট রোড যাব। পাঞ্জাবি কিনতে হবে। আমি তো মনে মনে অবাক। আমি আবার কেনাকাটায় খুব ওস্তাদ। এমনিই ওস্তাদ তার একটা উধারন দেই।

একবার প্যান্ট কিনতে গেছি নিউমার্কেট তো প্যান্ট আর পছন্দ হয় না আর পছন্দ হলে দামে হয় না। অনেক খোজার পর একটা প্যান্ট পছন্দ হল দাম ও বাজেটের ভিতরে। দোকানদার কোমর মেপে দেখাল ৩০"। সব কিছু ভাল মত চেক টেক করে কিনে নিয়ে আসলাম। বাসায় এসে ট্রাইল দিতে গিয়ে দেখি প্যান্ট কোমরে খাটে না।

মেপে দেখি ৩০" কোমরের প্যান্ট কি ভাবে যেন ৩৪" হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার কেনাকাটার অবস্তা আর আমাকে নিয়ে যাবে শপিংএ। আমিতো মনেমনে লা-ই-লাহা ইল্লা আন্তা পড়া শুরু করেছি। বন্ধু নাছোড় বান্দা,য়াওয়াই লাগল। কিন্তু এলিফ্যান্ট রোড গিয়ে তো মাথায় হাত।

দোকানদাররা সব সড়যন্ত্র করে আমাদের পছন্দের পাঞ্জাবি গুলির দাম প্রাইজ ট্যাগ এ বেশি বেশি করে লিখে রেখেছে। তাও একটু আধটু না যা তা পরিমান বেশি। অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু কাজের কাজ কিছুই হল না। সেই সন্ধায় গিয়েছি এখন দোকান পাট সব বন্দ হওয়া শুরু করেছে। দুই জন দাড়িয়ে চিন্তা করছি বাড়ি ফিরব কিভাবে।

লোকাল বাসে নাকি চিটিং বাসে। যে দোকানের সামনে দাড়িয়ে এই প্লান করছি ঐ দোকানেও একটা পাঞ্জাবি পছন্দ করেছিলাম। কিন্তু দাম ১২৫০ টাকা হওয়ায় তখন নেইনি। দোকানিকে বলেছিলাম কম রাখা যাবে কি না। উনি বলেছিল fixed price শেষ মূহুর্তে চিন্তা করলাম এই fixed price ১২৫০ টাকারটাই নিয়েযাই।

দোকানে ঢুকে কিছুক্ষন পাঞ্জাবিটা নিয়ে নাড়াচাড়া করে আবার রেখে দিলাম। দোকানি বলল কি ভাই পছন্দ হয় না?বললাম পছন্দ হয় তবে দাম টা একটু বেশি। উনি বললেন নেন দাম একটু কম রাখা যাবে। জিঞ্গাসা করলাম কত কম রাখা যাবে উনি বলল আপনারা যদি নেন তাহলে আপনাদের জন্য ৫০ টাকা কম। আমরা বললাম না ভাই রেখে দেন।

উনি বলল আপনারা কত দিতে পারবেন। এবার আমরা দুজন দুজনের মুখের দিকে তাকাতাকি করছি কত বলা যায়?আমি চোখ বন্ধ করে বললাম ৬০০ টাকা। বলেই বুঝতে পারলাম বোকার মত কাজ একটা করে ফেলেছি। এখুনি একটা কঠিন ঝাড়ি খাওয়া লাগবে। দোকানদার এর চোখের দিকে তাকিয়ে আমরা আর দাড়ানর সাহস পেলাম না বাইরের দিকে হাটা শুরু করলাম।

দরজার কাছে আসতেই আবার পিছন থেকে ডাক। ঘুরে দাড়ালাম। দোকানি বলল ভাই ফালতু দাম বলে লাভ নাই একটা ভাল দাম বলেন। আমরা কাছে গিয়ে বললাম যা বলছি তাই। উনি বলল ১০০০হলে নিয়েযান।

আমরা তো মজা পেয়ে গেছি। বললাম এক টাকাও বাড়াতে পারব না। বলেই হাটা শুরু করলাম। দরজার কাছে আসলেই আবার ডাক। ভাই নিয়েযান।

অবশেষে পাঞ্জাবি কিনে চিটিং বাসএ বাড়ি ফিরলাম। হায় রে fixed price।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।