পাখি এক্সপ্রেস
ব্যাটা, তুই এ দেশের সন্তান। হোসাইন হস আর মফিজই হস না কেন, তোর হাত আছে, পা আছে, মাথার ভেতর ঘিলু নিয়ে কিছু সন্দেহ থাকলেও মগজের মতো দেখতে কিছু একটা আছে। আরে ব্যাটা, তোর যৌবন আছে। আর কি চাই?
রেলেই যখন চড়বি, লাইনে চলিস। লাইন ছাড়া হলেই সিটকে পড়বি।
যে দেশে বেঁচে আছি সে দেশের স্বাধীনতার পেছনে কতো রক্ত! কতো প্রাণ!! কতো সম্ভ্রম!!! সেই দেশের সন্তান হয়ে জব জব বলে চিৎকার করতে লজ্জা করে না?
মুক্তিযুদ্ধে কতোজন বুদ্ধিজীবী মারা গেছে? কতোজন বিকলাঙ্গ হয়েছে? তাদের রক্ত যাদের দাঁতের ফাঁকে ফাঁকে তাদেরকে পরোক্ষভাবে সাপোর্ট করার আগে বুক কাঁপে না?
নৈতিকভাবে সমর্থন করি না তো কিভাবে সমর্থন করিস? এর মানে কি? হয় বুক ফুলিয়ে বলে দেয় "আমি শিবির করি"। না হয় অফ যা।
চাকরি না পাইলে রিকশা চালাবি, মুদি দোকানে কাজ করবি। সার্টিফিকিটধারী জ্ঞানী জাতির জন্য অতো প্রয়োজনীয় না। কর্মঠ শিক্ষিত হ, সত্যিকারের জ্ঞানী হ।
আবালের মতো কথা বলে বন্ধুহীন হবার দরকার নেই।
বীরের দেশে বসবাস করে জব জব বলে কান্নাকারীদের এ দেশের ঘাঁসও মেনে নেয় না। জলজ্যন্ত মানুষ কিভাবে মেনে নেবে।
কোন টার্মস অর কন্ডিশন নেই। বিনা শর্তে শিবিরের উৎখাত চাই।
ছাত্রলীগ খারাপ এই দোহাই দিয়ে শিবিরের গুনগান গাইলে ধাঁতানি খাইতেই হবে।
ছাত্রলীগের তোর বোনের শাড়ী ধরে টান দেয়। আর শিবির "বাংলা মায়ের" শাড়ী আরো আগেই খুলছে এখন অন্তর্বাস ধরে টানছে। আগে "বাংলা মাকে" বাঁচা, পরে বোনের দিকে খেয়াল দে। আর ব্যাটার ব্যাটা হলে দুইটারেই এক সাথে খা।
না পারলে মরে যা।
খালি তুই কেন, তোর মতো একলাখ হোসাইনের বিনিময়ে হলেও শিবিরমুক্ত বাংলাদেশ চাই। একাত্তরে দেখস নাই লাখ লাখ মানুষ কিভাবে মৃত্যুর মিছিলে লাইন ধরেছিলো। যে শালা জব জব বলে চিৎকার করছে সে বালের দক্ষিণ দুয়ারে গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।