Why does life keep teaching me lessons, i have no desire to learn.
ফাগুন আসার আগে থেকেই ময়েরা থাকে অপেক্ষায় আর ছেলেরা পুড়তে থাকে আগুনে । কবে আসবে সেই ক্ষন.........।
পছন্দ হউক আর না হউক প্রত্যেক মেয়ের ই কামনা থাকে কেউ না কেউ এই দিনে তারে বলবে বি মাই ভ্যালেন্টাইন । আর ছেলেরাত খোজাখুজির উপরেই থাকে, যদি কাউকে পেয়েও যায় তবে অপেক্ষায় থাকে এই বিশেষ দিনে সে আয়োজন করে বলে ফেলবে বি মাই ভ্যালেন্টাইন ।
কর্পোরেট ভালবাসার এই যুগে তাদের জন্য আয়োজন ও থাকে ব্যাপক.............।
নানা অফার নানা সুযোগ..............।
কিন্তু শেষম্যাষ কি হয়.............ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়
৮০% ভাগের পরিনতি এটাই । বাকী দশভাগ নানা সংকটে টিকিয়ে রাখতে পারেনা ..........আর বাকী দশ ভাগ পরিনতির দিকে আগায়.....।
কিন্তু মূল ঘটনা সেইখানে না !!!! ঘটনা হইল মেয়েদের স্বভাব এমন কেন !!!
৯৫ ভাগ মেয়েই কখনো কল করেনা । তাদের কাজ হল মিসকল দেয়া ।
প্রেমিকা কে কল করে ঘন্টার পর ঘন্টা আড্ডার বিল দেয়া পোলাপানের ঘাড়ে পড়ে । খাইতে যাইব বিল ঐ পোলাটাই দিব। ..................সব সব ইনভেস্টই দেখি পোলাদের ....
বড় অবুঝ এই যুগের পোলাপান..................... কেউ ই মনে হয়না জীবনের আসল মানে কি ঐটা নিয়া ভাবে........হাওয়ায় ভাইসা চলে আর পরে এক রাশ দুঃখ ব্যাথা নিয়া হাপাইতে থাকে.........
ওরে অবুঝ ওরে আমার কাঁচা
সময় থাকতে নিজেরে তুই বাঁচা !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।