আমাদের কথা খুঁজে নিন

   

আজ ভালবাসার দিন,আজ ভালবাসার ব্যাপকতা বোঝার দিন.....।

পা

ব্যাপারটা নিয়ে এর আগে কখনো ভেবেছি কিনা ঠিক মনে পরছে না। আজ হটাত্ত করে মনে হল একবার ভেবে দেখলে কেমন হ্য় আমার ভালবাসার ব্যাপকতা ,আসলে আমি ঠিক কি ভালবাসি। ভাবতে গিয়ে যা পেলাম তাতে আমি নিজেই অনেক আবাক হলাম যে আমি এত কিছু এত বেশী এবং এত জনকে ভালবাসি। আগে ভাবতাম হয়ত শুধু তাকে,বাবা মা কে আর দেশকে অনেক ভালবাসি কিনতু আজ ভাবতে গিয়ে দেখলাম না আরো অনেক অনেক কিছুই আছে যা/যারা আমার জীবনের একটা বর অংশ জুরে আছে। উদাহরন দিতে গেলে প্রথমে এই ব্লগের কথাই বলা যায় ।

এখন আমার অবসরের অনেকটা সময়ই ব্লগে কাটে। তাই বলা যায় যে এই ব্লগকে আমি অনেক ভালবাসি। এছারা আরো কতকিছুকেই না আমি ভালবাসি। আসলে এই ভালবাসা এত ব্যাপক যে একে একটি দিনে আবদ্ব রাখা সম্ভব নয়। আবার অন্য ভাবে ভাবলে মনে হ্য় যে ভালবাসা আমাদের জীবনের সবচেয় গুরুত্ব পূর্ন বিষয় গুলোর একটি তবে কেন বছরের একটি দিন এর জন্যে বিশেষ ভাবে পালন করব না? পরিশেষে আমার সব ভালবাসার মানুষ আর ভালবাসার বস্তুর প্রতি আমার অশেষ ভালবাসা।

তাদের প্রত্যেকেই আমার জীবনকে দিয়েছে পূর্নতা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।