আমাদের কথা খুঁজে নিন

   

ডুয়াল কোর বনাম কোর টু ডু্য়ো

মুড়ির চে বাঙ্গালী অনেক সস্তা, দেশটাও।

আসলে ইন্টেলের ডুয়াল কোর আর কোর টু ডুয়ো প্রসেসর প্রায় একই প্রযুক্তিতে বানানো। দুটির প্রত্যেকটির দুইটি করে কোর (এ সম্পর্কে পরে লিখব, আপাতত দুটি প্রসেসর মনে করুন)। পার্থক্যটা হলো দুই জায়গায়- ১। লেভেল টু কেশ মেমোরী(এ সম্পর্কে পরে লিখব): এটা ডুয়াল কোর এর ক্ষেত্রে 1 MB আর কোর টু ডুয়ো প্রসেসর এর জন্য 2 MB থেকে 6 MB পর্যন্ত হোতে পারে।

এর কারণে পিসির পারফরম্যান্স ৪-৬% বাড়তে পারে। ২। FSB (Frontside Bus Speed ,এ সম্পর্কে পরে লিখব): এটা ডুয়াল কোর প্রসেসর এর জন্য ৮০০ মেগা হার্জ পর্যন্ত হতে পারে আর কোর টু ডুয়ো প্রসেসর এর জন্য ১৩৩৩ মেগা হার্জ পর্যন্ত হয়। এর কারণে পিসির পারফরম্যান্স ৫-৮% বাড়তে পারে। তেমন কোনো পার্থক্য নেই , কিন্তু দামের মধ্যে বিশাল ফারাক।

কেনো .. ... .. ... .. ... ?পরে লিখছি (সামনে পরীক্ষা তো তাই), নজর রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।