আমাদের কথা খুঁজে নিন

   

জলপ্রপাতের দিকে এক জন্ম...

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

মুনিয়া তোমাকে বলি... এই বেলা তুমি দূর যাও, দূরতর; বিছানায় কংকাল শুইয়ে রেখে বিভীষিকায় রাঙিয়ে দাও এই রাত্তির, আমি দূর থেকে তোমাকে ডেকে ডেকে; ডেকে ডেকে নাভিশ্বাসে এক ঝলক পতংগ নিবো বুক ভরে; কিংবা পংগপাল; কুরে কুরে খাবে হৃদপিন্ড ফুসফুস তুমি যেন সাড়া দিওনা; করো না ভ্রুক্ষেপ, বধির হয়ে থেকো আমার শব্দে। আমার ছন্দে বারবার দিয়ো ভুল টংকার ।

জলে অনল গুলে পিরীচে ঢেকে রেখো আত্নহননের সজ্জা। আমি হয়তো আর্তনাদ করে- আর্তনাদ করে তোমাকে মনে করিয়ে দেবো এক বিকেলের কথা... একদিন সেই যে নীল নীল জল জলের উপরে প্রতিবিম্বিত অযুত নিযুত বৃষ্টিকণা দু'পায়ে সাদা বালি, দু'হৃদয়ে সপ্তর্ষি গহন ভেজা চুলে ওষ্ঠে সেই যে জুঁইয়ের মতো ফোঁটা ফোঁটা পৃথিবী ছবি- এই সব এবং আরো... এবং আরো... তুমি যেন স্মৃতিতে টেনোনা সেইসব। ঘোর অমাবশ্যা চোখে নামিয়ে দিয়ে তুমি যেন এই বেলা কৃষ্ণপক্ষ হও; আমার ক্লান্ত পায়ে ঝিনুক যন্ত্রনা রোদে তাপে কাঁটা জলে আমাকে আছড়ে রেখে তুমি দূর যাও; দূরতর আরো প্রিয় মুনিয়া, প্রিয়তমা আমার। দু'হাত বাড়িয়ে রুগ্ন অসহায় শিশুর মতো আমি হয়তো কেঁদে উঠবো জীবন ছোবলে; তুমি দু'হাতে অংগার দিয়ো পুরে জঠরে এক দংগল বিষবাষ্প থেকে থেকে উথলে উঠুক আকন্ঠ, চেপে ধরুক কন্ঠনালী; ছেঁড়া পাল ছিন্ন নোঙরে টালমাটাল এই দূর্দান্ত ঝঞ্ঝায় তুমি এনে দিয়ো হাঙর কোলাহল রাশিরাশি। কেননা, এই বেলা আমার স্বভূমে, দু'পায়ে স্থবির হয়ে এই সব বিভৎস ক্রীড়ানক বুকে চেপে যদি আমি বিধ্বস্ত বিভৎস করুন প্রাজ্ঞ না হয়ে উঠি না হই ভুবন চিলের মতো একগুঁয়ে নির্বাসিত নির্জনে; তবে তুমি ভালোবাসতে ভালোবাসতে যখন ক্লান্ত হবে একদিন (হবে নাকি?) আমার পাঁজর খুলে খুলে; তখন; তার অভ্যন্তর, ইতিহাস মেলে এই সকরুন প্রার্থনা জানাবো - "দেখ দেবী, দেখ আমার হৃদয় বৃক্ষের শিকড়ের চেয়েও একাগ্র, কপালে এইসব শিরা-উপশিরা এইসব ভাঁজ - পোড়াদাগ- বলিরেখা - তোমাকে না চাইতেই যে পেয়েছি সে সাধনাহীনতার প্রায়শ্চিত্ত ইতিকথা।

এ জন্মের এই আভূমি নত যাগযজ্ঞ পরে পরজন্মে যেনো আবার এসো এমনি না চাইতেই, না সাধনায় সহজ নিঃশ্বাসের মতো- ললাট লিপির মতো সেঁটে থেকো... প্রাণবায়ু, আমার প্রাণবায়ু তোমার ভালোবাসা না পেলে আর কোন জন্মে না জন্মাই যেন আর। । " ০৯/১২/২০০৭ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত The Persistence of Memory, (1931) by Salvador Dalí )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।