বলেছেন: দুঃখিত !মিঃ সাহা ! আপনার অপি-করিমের ২য় বিয়ে ভেঙ্গে গেলো বলে যে মাথা ব্যাথা শুরু হয়েছে ,সেজন্য নয় ! এজন্য যে আপনি বিয়ে এবং ঐশী 'র পচে যাওয়ার যে ভুল তত্ত্ব দিয়েছেন ,সে কারণে !
বিয়েটা- মুসলিম সমাজে শুধু একটা বড় ধর্মীয় আচার নয় , একটা গুরুত্বপুর্ন ধর্মীয় ও সামাজিক আইন , বিধান ! কোন ছেলে-খেলা নয় !
এটা এতই গুরুত্বপুর্ন যে - এই ধর্মের যিনি প্রনয়ক ,স্বয়ং আল্লাহ্র কাছে এই বিবাহ-বিচ্ছেদ একটা অপছন্দনীয় জায়েজ কাজ !
কারণ -তিনি চান না সমাজের মানুষ কোন আইনের গ্যাঁড়াকলে স্থবির হয়ে যাক, জীবন অচল হয়ে পরুক !
তাই অন্য ধর্মের মতো - স্বামি-স্ত্রীর মধ্যে সম্পর্ক অচল হয়ে পড়লে ,জোর করে তাকে ধরে রাখতেই হবে , এমন অচলাবস্থায় মানুষ যেন না পড়ে , সেজন্য তাকে বিবাহ-বিচ্ছেদের সুযুগ দেয়া হয়েছে , আবার আইনের মধ্যে থেকে ,একটা যৌক্তিক সময়ের অবকাশের পড় আবার বিয়ে করার ও অনুমতি দেয়া হয়েছে , যাতে সমাজে অনৈতিক কোন কাজ না ছড়ায় !
আপনি যে কুপ্রভাবের কথা বললেন - সেটার আশংকা থাকতো, যদি না অপি করিমের মতো বিবাহ ভেঙ্গে দেয়ার সুজুগ না থাকতো !
এখন আসুন ঐশীর পচে যাওয়ার কথায় !
এর জন্য যে কারণ-গুলো আছে ,তাঁর সাথে অপি করিমের বিয়ে ভেঙ্গে যাওয়ার কি সম্পর্ক ?
ঐশীর বাবা-মায়ের তো বিবাহ -বিচ্ছেদ ঘটে নি ?
এরজন্য দায়ী তো অনেকগুলো সামাজিক দায়িত্বহীনতা , সরকারি দায়িত্বহীনতা ও ধর্মীয় মূল্যবোধের অভাব, ধর্মীয় আদর্শহীনতা ,ইত্যাদি !আরও বহুবিধ কারণ - যা এখানে বিশ্লেষণ সম্ভব নয় ,অল্প পরিসরে !
শেষে একটা কথা বলে শেষ করতে চাই - সাহা বাবু ! যাকিছুই লিখবেন - সামাজিক দায়িত্তবোধ নিয়ে লিখলে মানুষ উপকৃত হবে , এই শুভকামনা থেকে লিখবেন ! আর অপি-করিমের বিয়ের চিন্তা না করে , নিজেরতা করুন ! সমাজ বিশ্লেষণটা - সামাজিক বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিন!
আপনার মন্তব্য লিখুন
কীবোর্ডঃ বাংলা english
নাম
পোস্ট পর্যবেক্ষন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।