আমাদের কথা খুঁজে নিন

   

ভেড়ার পালে নেকড়ে/ কার গোয়ালে কে দেয় ধুয়া

মননশীল,

জলিল সাহেবকে বিতারিত করে আলীগ যেদিন সৈয়দ আশরাফুল কে দলের সাধারন সম্পাদক মনোনীত করে সেদিন আমি খুব আনন্দিত হয়েছিলাম (আল্লার কসম)। প্রথম কারণ উনি আমার শ্বশুড়বাড়ির লোক। মানে একই এলাকার আরকি। তারউপর ধীরস্থির বুদ্ধিমান মানুষ। কথায় কোন চতুরতা নাই ( নেতারা যেমন করেন আরকি।

)। দ্বিতীয় কারন জইল্যার ‌"টার্মকার্ড" জাতিয় বালখিল্য কথাবার্তা। তখন অনেকের মত আমিও তার প্রতি বিরক্ত ছিলাম। যাই হউক দিন বদলের শপথ নিয়ে আলীগ পাওয়ারে আসল আর আশরাফুলও বদলাতে শুরু করলেন। রাজনীতির কি লীলােখলা।

সম্প্রতি তিনি লীগে শিবির প্রবেশ করেছে এবং তারাই যাবতীয় অপকমের হোতা বলে এক নতুন তথ্য দিয়েছেন। এটা কি ভেড়ার পালে নেকড়ে প্রবেশ, না ভেড়া কর্তৃক নেকড়ে পালন প্রকল্প! মাথা আউলাইয়্যা গ্যাছে। লীগ এমন আবাল কেমনে হইলো। তার এই থিওরি যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে - ছাত্র লীগের বারটা বাজা শ্যাষ। বিডিআর বাহিনির মত ছালীগেরও আগাপাশতলা বদলাতে হবে।

ছালীগ একবারে কুইট করে দিতে পারলে অবশ্য আরো ভালো হত। প্রধানমন্ত্রী একাধিক বার ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছেন। শুনতে ভালো লাগে। ছিঃ বীর আর অছাত্রকেও চির দিনের মত বিদায় নিতে হবে। আঃ অছাত্র মুক্ত বাংলাদেশ! স্বপ্ন দেখতে তো ভালই লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।