আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স এর পাসওয়ার্ড, বুকমার্ক ইত্যাদির ব্যাকআপ রাখুন ..।

কৈ যামু !! যেইদিকে যাই সেইদিকেই শুধু পেইন আর পেইন।

বর্তমানে মজিলা ফায়ারফক্স একটি বহুল ব্যবহৃত ব্রাউজার। এটি ব্যাবহার এর সময় আমরা অনেক সময় বিভিন্ন সাইট এর পাসওর্ড সেইভ করে রাখি, সাইট বুকমারক করে রাখি, বিভিন্ন এড-অন্স ইন্সটল করে রাখি। কিন্তু কোন কারনে windows রি-ইন্সটল করার পর আমরা আর সেগুলো আগের মতো ফিরে পাই না। এই সমস্যা দুর করার জন্য আছে ফায়ারফক্স এর ব্যাকআপ রাখার একটি Add-on. | যার মাধ্যমে সহজেই ফায়ারফক্স এর ব্যাকআপ রাখা সম্ভব এবং পরবড়্তিতে ফায়ারফক্স এর আগের অবস্তা পুনরুদ্ধার করা যায়। Click This Link এখান থেকে Add-on টি install করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।