গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
সাম্প্রতিক সময়ের ভ্রমণকাহিনী লেখকরা লেখায় অপ্রয়োজনীয় ব্যক্তিগত বিষয়ের প্রবেশ ঘটান, যা বিরক্তিকর। তার বিপরীতে পুরোনো ও বিখ্যাত লেখকদের লেখায় দেখেছি বিষয়বস্তুতে ভ্রমণস্থানের বিবরন, ইতিহাস, চারপাশ, টুকটাক ঘটনাবলী, ও লেখকের রসবোধের উপস্থিতি। এক্ষেত্রে সৈয়দ মুজতবা আলীকে আর্দশ ধরা চলে। ভ্রমণকাহিনী আমার বরাবরই ভাল লাগে।
আর ইদানিং ভ্রমণকাহিনীর দিকে একটু বেশিই ঝুকে পড়েছি। স্কুলে উপরের দিকে প্রতিটি ক্লাশে বাংলা প্রথম পত্রে একাধিক ভ্রমণ কাহিনী থাকত। ওসব খণ্ডাংশ পড়ে যে খণ্ডিত তৃপ্তি পেতাম তা পূর্ণ করতে এই তালিকা তৈরী করেছি। এখন থেকে কিছু পড়া হয়েছে, বাকীগুলো সংগ্রহের চেষ্টা করছি। আশা করি আপনাদেরও এগুলো পড়ার আগ্রহ হবে।
এখানে, প্রথমে বইয়ের নাম - লেখকের নাম, প্রকাশক, প্রকাশের সন। মূল্য। -এভাবে সাজোনো হয়েছে। এখানে বইয়ের গায়ের দাম উল্লেখ করা হয়েছে, বইমেলায় প্রতিটি বইয়ের উপর ২৫% কমিশন পাওয়া যাবে।
১. দেশে বিদেশে - সৈয়দ মুজতবা আলী, স্টুডেন্ড ওয়েজ, ১৩৫৬ বংঙ্গাব্দ।
পৃষ্ঠা সংখ্যা, মূল্য ২০০ টাকা। ভ্রমণস্থান- বৃটিশ ভারত (ভারত, পাকিস্তান) , আফগানিস্তান। এই বইটার একটা রিভিউ লিখেছেলাম। আদর্শ ভ্রমণকাহিনী। তিনি গত শতকে তিরিশের দশকে আফগানিস্তানে শিক্ষকতা করতেন।
২. জলে-ডাঙায় - সৈয়দ মুজতবা আলী, স্টুডেন্ড ওয়েজ, ১৩৬৭ বংঙ্গাব্দ। মূল্য ১০০ টাকা।
৩.ভবঘুরে ও অন্যান্য - সৈয়দ মুজতবা আলী, স্টুডেন্ড ওয়েজ। মূল্য ১৫০ টাকা।
৪. মুসাফির - সৈয়দ মুজতবা আলী, স্টুডেন্ড ওয়েজ।
মূল্য ১২৫ টাকা।
৫. বিলেতে সাড়ে সাতশ দিন – মুহাম্মদ আব্দুল হাই, স্টুডেন্ড ওয়েজ। মূল্য ১২৫ টাকা। এই বইটার একটা অংশ স্কুলে পাঠ্য ছিল। এইবারের বইমেলায় আমার টপ লিস্টে রয়েছে।
৬. দেশের বাইরে দেশ - মুহাম্মদ জাফর ইকাবাল, কাকলী। মূল্য ১০০ টাকা।
৭. আমেরিকা - মুহাম্মদ জাফর ইকাবাল, পার্ল। আমেরিকাকে খুব কাছে থেকে জানার জন্য সেরা বই। পৃষ্ঠা ১১৬, মূল্য ১০০ টাকা।
৮. যশোহা বৃক্ষের দেশে – হুমায়ুন আহমেদ, সময়। মূল্য ৫০ টাকা, পৃষ্ঠা সংখ্যা ৮০। যশোহা বৃক্ষের দেশ অর্থাৎ লেখকের আমেরিকা যাপনের কাহিনী।
৯. হোটেল গ্রেভার ইন – হুমায়ুন আহমেদ, কাকলী। মূল্য ৭০ টাকা।
লেখক আমেরিকায় পাড়াশুনা করতে গিয়েছিলেন, তখনকার ঘটনা নিয়ে লেখা। এটাকে স্মৃতিকথাও বলা চলে।
১০. ও আকাশ ও বিহঙ্গ – আনোয়ার হোসেইন মন্জু, ঐতিহ্য। মূল্য ২০০ টাকা।
১১. আমেরিকায় জুয়া খেলার ইতিহাস – নির্মলেন্দু গুণ, সময়।
মূল্য ৪০ টাকা, পৃষ্ঠা ৬০।
১২. মমি উপত্যকা ও অন্যান্য আলোকিত নগর – রবেয়া খাতুন, সময়। মূল্য ১৫০ টাকা, পৃষ্ঠা ১৬০।
১৩. শত সন্যাসী সহস্র মন্দির: লাওস ভ্রমণের বৃত্তান্ত –মঈনুস সুলতান, প্রতীক। মূল্য ২০০ টাকা।
১৪. চেঙ্গিস খানের মঙ্গোলিয়া – ওবেইদ জায়গীরদার, র্যা পন পাবলিশার্স। মূল্য ১০০ টাকা।
১৫. কাছের দেশে দুরের দেশে – শাহাবুদ্দিন নাগরী, অ্যাডর্ন। মূল্য ৬০ টাকা।
১৬. কনটিকি – থর হেয়ারডেল, সাহিত্য প্রকাশ।
মূল্য ১০০ টাকা। থর হেয়ারডেল নরওয়েজিয়ান ইতিহাসবিদ। তার দাবী ছিল প্রশান্ত মহাসগরীয় দ্বীপসমূহের বাসিন্দারা দক্ষিণ আমেরিকা থেকে হাজার হাজার বছর আগে অভিবাসী হয়েছিল। প্রশ্ন উঠেছিল কিভাবে তারা এই মহাসাগর পাড়ি দিয়েছিল তাদের তো জাহাজ ছিল না। হেয়ারডেলের উত্তর ভেলায় করে।
ব্যাপারটা অবিশ্বাস্য তাই তিনি নিজেই ভেলায় করে আধুনিক সকল সুযোগ সুবিধা ছাড়াই প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। তার ভেলার নাম ছিল ‘কনটিকি’। আমি পড়েছিলাম সেবা প্রকাশনীর অনুবাদ যেটার নাম ছিল ‘কনটিকি অভিযান’।
১৭. জাপানের পথে – মনসুর মুসা, আগামী। মূল্য ৬০ টাকা।
১৮. জাপানে – অন্নদাশঙ্কর রায়, মুক্তধারা। মূল্য ২০০ টাকা।
১৯. পথে প্রবাসে - অন্নদাশঙ্কর রায়, মুক্তধারা। মূল্য ২০০ টাকা। পথে প্রবাসের একটা অংশ স্কুলে পড়েছি।
২০. বুলগেরীয়া ভ্রমণ – এনামুল হক, মুক্তধারা।
২০. স্বপ্ন ও স্বপ্নভঙ্গের দেশে – আনিসুল হক, সন্দেশ, ২০০৯। মূল্য ১৮০ টাকা।
২১. ভুমধ্যসাগরে – হাসনাত আবদুল হাই, সন্দেশ, ২০০৮। মূল্য ১৬০টাকা।
২২. প্যারিস সুন্দরী – আশরাফ সিদ্দিকি, মুক্তধারা, ২০০৭। মূল্য ৭৫ টাকা।
২৩. মোটর সাইকেলের ডায়রী – চে গুয়েভারা, সন্দেশ। পৃষ্ঠা ১২০, মূল্য ১২০ টাকা। ১৯৫১ সালে চে বন্ধু আলবার্তো গ্রানাদোকে নিয়ে ‘লা পোদেরাসো’ নামে একটি মোটর সাইকেল নিয়ে লাতিন আমেরিকা ভ্রমণে বের হন।
তখন তিনি আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা ভ্রমণ করেন। তরুন বয়সের এই ভ্রমনই তাকে পরবর্তীতে বিপ্লবী বানিয়েছিল, কারন তিনি সচক্ষে দেখেছিলেন সাধারণ মানুষের দুরবস্থা।
২৪. আবার পথে.... – চে গুয়েভারা, সন্দেশ। মূল্য ১৪০ টাকা। মোটর সাইকেল ডায়রীর পরের অংশ।
এই বইগুলোর প্রকাশকারী প্রতিষ্ঠানের নাম জানা নেই, খুজছি। কারো জানা থাকলে জানাবেন।
২৫. ইস্তাম্বুল যাত্রীর পত্র –ইব্রাহীম খা, ১৯৫৪।
২৬. তুরষ্ক ভ্রমণ – ইসমাইল হোসেন সিরাজী, ১৯১০।
২৭. মোটরযোগে রাঁচী সফর –এস ওয়াজেদ আলী, ১৯৪৯।
২৮. পশ্চিম ভারত – এস ওয়াজেদ আলী, ১৩৫৫।
২৯. চীনযাত্রী – কেদারনাথ বন্দোপাধ্যায়, ১৯২৫।
৩০. সব পেয়েছির দেশে – বুদ্ধদেব বসু, ১৯৪১।
৩১. জাপানি জার্নাল – বুদ্ধদেব বসু, ১৯৬২।
৩২. দেশ দেশান্তর - বুদ্ধদেব বসু, ১৯৬৬।
এই তালিকার বাইরে আপনাদের কোন ভ্রমণকাহিনী ভাল লেগে থাকলে শেয়ার করবেন।
এবারের বই মেলায় যে বইগুলো কিনেছি আর যেগুলো কিনব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।