আমাদের কথা খুঁজে নিন

   

নিশিলিপি : ফেব্রুয়ারি ৯,২০১০



প্রথমেই আমার সম্পর্কে কিছু বলে নেই...আমি ফাতিহা নূর। আমার আরেকটা নাম আছে। কিন্তু ওই নামটা এখন কালের গর্ভে বিলীন। সেই গল্প আরেকদিন বলব..আমার দুটা ভাই আছে। আর বাবা -মা তো আছেই।

অনেক আদর বলতে যা বোঝায় আমি প্রতিদিন সেইটা পাই। দুঃখ তো দূরের কথা ; শেষ কবে কষ্ট পেয়েছি মনে নাই.....। এইতো, আপাতত আমার সম্পর্কে আর কোন কথা মনে আসছে না। ওহহো...আরেকটা কথা..আমার চমৎকার কিছু বন্ধু আছে যাদের জন্য প্রতিটি দিন ই আমি খুব উপভোগ করি। আমি সত্যি খুব ভাগ্যবতী ... লীন ভাইয়া কে দেখে প্রথম ব্লগে লিখেছিলাম।

সেটা ছিল wordpress.com এর সুবাদে। বহু আগের কথা !বেশিদিন সেটা চালিয়ে যেতে পারি নাই। আজ আবার লিখতে ইচ্ছে হল ইব্রাহিম এর ব্লগ পড়ে। খুব ই মজার ছিল লেখাটি। ছোট্টবেলায় ডায়েরি লেখার অভ্যাস ছিল।

কিন্ত একদিন দেখলাম আম্মু খুব ই মনোযোগ দিয়ে আমার ডায়েরি পড়ছে। কারণ জিজ্ঞেস করলে বলে তোর আবার গোপনীয়তা কি? তারপর থেকে আর ডায়েরি লেখি না। সবই উন্মুক্ত সবাই দেখি ব্লগ এ অনেক ভারি ভারি জিনিস লেখে। ভারি বিষয় সম্পর্কে আমার ধারনা অতি নিম্ন। তাই চিন্তা করেছি আমার দৈনিক রোজনামচা এটাতে লিখব।

আজকে আমাদের বিভাগের সিনিয়র ছাত্র-ছাত্রীদের একটা নাটক দেখলাম। মোটামুটি মানের নাটক কিন্তু আগ্রহ ছিল ব্যাপক !নিজের বিভাগ বলে কথা...নাটক দেখে নানুর বাসায় গেলাম। আমার কঙ্কাবতী এসেছিলো আজকে। আহা !সবসময় যদি ওকে কাছে পেতাম !!!বাইরে বের হওয়ার কথা ছিল নানু আর খালামনির সাথে। শেষ পর্যন্ত যাই নাই।

আগে ঘর থেকে বের হওয়ার জন্য কত কী করতাম..আর এখন বাইরে না যাওয়ার জন্য ফন্দি আঁটি..বয়স হয়ে গেল কিনা :# । বাসায় এসেই ঘুম...কি শান্তি !বাবুর আওয়াজে ঘুম ভেঙ্গেছে। আজকে ও আবদার ধরলো বইমেলা থেকে বই কিনে দিতে হবে। কার কাছে কি !নিজেই যাই নাই এখনো। দেখি অরণীকে বলতে হবে।

সুন্দর কোন মুভি দেখি না অনেকদিন হয়। কাল পরশু দেখব ইনশাল্লাহ। আজ আর না। বিদায়..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.