আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজীতা০০৭, - স্যন্ডেল দিয়ে দূর্ভাষীর জন্মদিনের বকেয়া উপহার পরিষোধ করলেন.....................(দূর্ভাষী নিষিদ্ধ পোষ্ট)

সপ্নেরা হয়ে যাক সবুজ ডানা.....ইচ্ছেদের ছুটি দিলাম, খেয়ালের যত সব নিয়ম ভেঙে .... জোছনার সঙ্গি হলাম

_ _ আমাদের অতি পরিচিত ব্লগার দম্পতি দূর্ভাষী এবং অপরাজীতা০০৭ কে আমরা সবাই চিনি এবং জানি। কিন্ত সাম্প্রতিক কেমন দিন কাটছে তাদের দিন তা কি আমরা কেউ জানি? নিশ্চয় না। সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি সবার সামনে। গতকাল সন্ধ্যায় আমার মেয়ের (অপরাজীতা) অনুরোধে আমি স্ব-শরীরে তাদের বাসায় গিয়ে হাজির। কলিংবেল চাপতেই আমার গুণধর জামাই (দূর্ভাষী) টিভির রিমোট হাতে দরজা খুললেন।

বাসায় একজন ভি আই পি কেউ আসলে যে তাকে কিভাবে সম্ভাষন জানাতে হয় এটা মনে হয় তার জানা ছিলনা। সম্ভাষনের বদলে খাইলাম গালি। (খালি মার্তে মুন্চাই) আমার অপরাধ হল আমি এতদিন আসিনি কেন? যাহোক অপরাজীতার খোজ নিতেই জানা গেল উনি একটু বাইরে গেছেন, এখনি ফিরবেন। যদিও গালি খেয়েই বুঝতে পেরেছিলাম আমার মেয়ে বাসায় নাই। আধা ঘন্টা পর.................................. আমার মেয়ে "বাটা"র লোগো সমৃদ্ধ একটা বাক্স নিয়ে হাজির।

_আব্বাজান, স্লামালেকুম। _ওয়ালাইকুমাছসালাম। তা মা, তুমি কৈ গেছিলা? _আর বৈলনা বাজান, তোমার গুণধর জামাইরে তার জন্মদিনে কিছু দেইনি দেইক্কা রোজ রোজ আমারে খোচা মারে। তাই কিছু কিন্তে গেছিলাম। _তা কি কিনলা? _তেমন কিছুনা আব্বা,এইযে এক জোড়া স্যন্ডেল।

পিওর বাটা। _জন্মদিন উপলক্ষে স্যন্ডেল!!!!!!!!! (আমি আশ্চর্য হৈলেও বিয়াফক মজাক পাইলাম) _এর চেয়ে ভালা কিছু পাইলাম না যে বাজান। _আরে বাবা, এর চেয়ে ভাল গিফট আর হয়না। এই নিয়ে আমরা বাপ বেটি মিলে দূর্ভাষীর পিছনে এমন লাগা লাগলাম......... ব্যচারা একেবারে নাস্তানাবুদ বি:দ্র; এই ঘটনা ব্লগে প্রকাশ করার ইচ্ছা পোষন করায় আমাকে হুমকি দেয়া হয় দূর্ভাষীর পক্ষ থেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।