কিছু লিখব না মনে মনে ঠিক করেছি। তার পরও মনকে আটকাতে পারলাম না.
কেমন খুঁচা লাগছিল মনের ভীতর,খোঁচিয়ে ছিন্নভিন্ন করছিল বিবেক নামক সজারু।সাপের দংশনেও এত জ্বালা হয়না।
কেন?
এমন কেন মানুষ?
জানি বাঁচা মরায় কারো হাত নাই।তবুও মানুষ বাঁচতে চায়,একটা আশায় আগামি দিনটা দেখবে সুন্দর।
আশার ভঙ্গ হয় ক্ষনে ক্ষনে।তার পরেও সপ্ন দেখে নতুন ভোরের জন্য।
আমি বাঁচতে চাই, আকুতি ছোট্ট বোনটার,ভাইয়া আমি বাঁচতে চাই।
দেখতে চাই,সুন্দর পৃথীবির ভাল মানুষ গুলি।দেখতে চাই না.............................
আজমেরী ভাল হয়ে ফিরে আসো.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।