আমাদের কথা খুঁজে নিন

   

SoundCloud দিচ্ছে ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্টের সুবিধা।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

আমরা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে থাকি, আমার মতো অনেকেরই জানা ছিল না কিভাবে ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্ট করা যায়। তাদের জন্য আজকের এই পোষ্ট। ওয়ার্ডপ্রেসে অডিও ফাইল পোষ্ট করার সুযোগ দিয়েছে SoundCloud এখানে যদি আমরা কোন Mp3 বা Mp4 ফাইল আপলোড করি তবেই আমরা তা ওয়ার্ডপ্রেসে পোষ্টে শেয়ার করতে পারবো। আপনার পছন্দের গান বা অডিও ফাইল আপনাকে SoundCloud এ আপলোড করতে হবে নয়তো ওখান থেকে খুঁজতে হবে তারপর সেই গানটি চালু করে Share বাটনে ক্লিক করুন।

চিত্র : এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আমরা কয়েক জায়গায় শেয়ার করতে পারবো আমরা ক্লিক করবো ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আরেকটি কোড। সেই কোডটি আমরা পোষ্টে এড করে দিলেই হয়ে গেল। চিত্র : এখন শুনুন ওয়ার্ডপ্রেসে আপনার প্রিয় গানটি। মুল পোষ্টটি করা হয়েছে হিমেলের ছোট্ট ঘরে।

‍‍

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।