দুই বন্ধু এক মরুভূমিতে একসাথে সফর করছিল। ভ্রমণকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একবন্ধু অপর বন্ধুর গালে কষে একটা চড় বসিয়ে দিল। যে বন্ধু থাপ্পড় খেল, ব্যাথার দরূণ কোন কথা না বলে বালির কণার উপর লিখলঃ "আজ আমার অতি উত্তম বন্ধু আমাকে চপেটাঘাত করল"।
তারা আবার পথ চলা শুরু করল এবং এক ঝর্ণার ধারে পৌঁছুল।
দুজনই গোসল করবে বলে মনস্থ করল। হঠাৎ চপেটাঘাত খাওয়া বন্ধু ডুবে যাচ্ছিল। তার বন্ধু তাকে ডুবতে দেখে টেনে তুলে তার প্রাণ রক্ষা করল।
প্রাণে বেঁচে যাওয়াতে বন্ধুটি এবার পাথরের উপর লিখলঃ "আজ আমার অতি উত্তম বন্ধু আমার প্রাণ রক্ষা করল"।
যে বন্ধুটি তাকে একবার চড় মেরেছিল এবং এবার প্রাণে বাঁচাল বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞেস করলঃ "আমি যখন তোমাকে থাপ্পড় মারলাম তুমি বালিকণার উপর লিখেছিলে এখন তোমায় প্রাণে বাঁচালাম তা তুমি পাথরের উপর লিখলে কেন" ?
উত্তরে বন্ধুটি বললঃ "যখন কোন বন্ধু তোমাকে বিরক্ত করে বা কষ্ট দেয় অবশ্যই তা বালিকণার উপর লিখবে যাতে বখশিশ ও ক্ষমার বাতাসে তা মিটে যায়।
কিন্তু যখনই কোন বন্ধু, তোমার কোন উপকার করবে অবশ্যই সেটাকে পাথরের উপর খোদাই করে লিখে রাখবে যাতে কোন বাতাসই সেটাকে মুছে ফেলতে না পারে"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।