আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃত বন্ধু...

আবার!

জ্ঞানী মানুষদের ভাষায় প্রকৃত বন্ধুর সংখ্যা খুব কম হয় একজন মানুষের জীবনে, অনেকে জীবনে একটাও পায়না। আমি বুঝতে পারতাম না এটা অনেক বছর বয়স পর্যন্ত। আমি দেখতাম আমার কত ভাল বন্ধু, খাই, ঘুরি, মনের কথা বলি, আর কী দরকার প্রকৃত বন্ধুর মধ্যে? অগুনিত বন্ধু ছিলো আমার। কিন্তু জীবন এতো ছোট না শিক্ষা শেষ করার মতো। বড় হতে লাগলাম, আর দেখতে লাগলাম কী করে বিভেদগুলো তৈরি হতে লাগলো।

ছোট বড় বিভিন্ন কারনে খালি কাছের বন্ধুর সংখ্যা কমতেই থাকলো। অর্থ, প্রেম, জন্মস্থান, পড়ালেখা, হিংসা, অনেক কিছুই, অনেক অর্থহীন কিছুই বন্ধুত্ব নষ্ট করে দেয়। আসলে নষ্ট করে দেয় কথাটা ভুল। আমরাই ভুল ভেবে থাকি যে বন্ধুত্ব হয়ে গেছে কিছুদিন কারো সাথে মজার সময় কাটলেই। বন্ধুত্ব এতো সস্তা জিনিস না।

সময়ই তৈরি করে দেয় আসল বন্ধু। আমি ভেবে দেখলাম, আমি যাদের আসল বন্ধু হিসেবে জানি, তাদের কারো সাথেই আমার তেমন আড্ডা, মাস্তি করা হয়নি! খুবই অদ্ভুত, সময় তাদের সাথে আমার সম্পর্ক করে দিয়েছে। অথচ যাদের সাথে বেশি সময় কাটালাম জীবনে, খেলাধুলা করলাম, গান, আড্ডা, বান্দরামি করলাম, তাদের মধ্যে মাত্র ২/১জন সত্যিকার বন্ধু পেয়েছি। এ জন্যই প্রকৃত বন্ধু বানানো যায়না, they are only a gift of time....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।