Sad Cafe
রাবারপাতায় লেখা এলিজি
রাবারপাতায় কারা একপ্রস্থ লিখে রাখে শোক !
যারা ছিলো একদিন দূরবর্তী পাহাড় নির্মাতা,
তারা অজান্তেই লিখতে চেয়ে এলিজি -
লিখে ফেলেছিলো দূরবীণ, নৈঃসঙ্গ, সমূহ ঢালের কিনারা।
কৃৎকৌশল জানা নেই তাদের, তবু সেদিকেই
ওড়ে মেঘদল, পাখির পালক, ভরে ওঠে
যাদুবাস্তবতার অনিঃশেষ পেয়ালা ।
অর্বাচীন টিলাপুরুষের দল জানতে পারেনি এইসব
সমতলের ম্যাজিক । স্তরীভূত রাবারপাতায়
কার নামে লেখা হয় শোক, কার নামে বেজে ওঠে
উনিশটা সকরুণ বেহালা!
_______
আন্দালীব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।