আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়ারের ব্লগাররা লেখালেখি বিষয়ে সবচেয়ে অসংগঠিত ও উদাসীন

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বই মেলায় যাচ্ছি প্রায় প্রত্যেকদিন। গত কয়েক বছরে বই মেলায় লেখক-কবি বন্ধুদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্লগার বন্ধুরাও। বিষয়টা আনন্দদায়ক। ব্লগ দ্রুত লেখালেখি প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।

এবার বই মেলায় ব্লগের উপস্থিতিটা চোখে পড়ার মতো। গত কয়েক বছর ধরে ব্লগারদের নানা সংকলন বের হচ্ছে। বইও এসেছে ব্লগারদের। কিন্তু এবারই আমার ব্লগ আলাদা স্টল নিয়া বসছে। আমার ব্লগ নিয়া আমার অনেক সমালোচনা আছে।

কিন্তু সব সমালোচনা সত্ত্বেও আমার ব্লগ যখন নিজেদের উদ্যোগে বই প্রকাশ, বই মেলায় স্টল নেয়া পর্যন্ত পৌঁছাতে পেরেছে তখন তাদেরকে ধন্যবাদ না দিয়া আর উপায় নাই। সচলায়তনের ব্লগাররা কয়েকবছর ধরে বই প্রকাশ করছেন। শুদ্ধস্বর প্রকাশনী ও সচলায়তন ব্লগ মিলে বই করছে। এবার বেশ কয়েকজন ব্লগারের বই বের হয়েছে। গতকাল শুদ্ধস্বরের স্টলে গিয়ে আবু মুস্তাফিজের বই কিনলাম।

উনি সচলায়তনে সবুজ বাঘ নামে লেখেন। প্রথম আলো ব্লগের উল্লেখযোগ্য ব্লগারের বই বের হচ্ছে। ব্লগাররা যৌথভাবে একটা উপন্যাস লিখছেন। ব্লগারদের নিজেদের বই তো আছেই। সবচেয়ে মজার ব্যাপার, আমার ব্লগ, সচলায়তন, প্রথম আলো ব্লগে রীতিমতো বই মেলার আমেজ পাওয়া যাইতেছে।

কিন্তু সামহয়ারে বই মেলার ছিঁটেফোঁটা নাই। ওই ব্লগগুলা খেয়াল করলেই বুঝবেন। সামহয়ারে এনজিও মার্কা পোস্ট আর সাহায্য সহযোগিতা পোস্ট স্টিকি হয়ে থাকছে। বই মেলা নিয়ে সহজেই ভাল আয়োজন হতে পারতো। এমনকি ব্লগাররা একটু সংগঠিত হলে নিজেদের বই প্রকাশ করতে পারতেন।

কিন্তু কোনো একটা কারণে ঘটনাটা ঘটতেছে না। দোষটা কার বুঝতেছি না। প্রতিবছর একটা করে অপরবাস্তব বের করে করে আর কত বছর? প্রাসঙ্গিক লিঙ্ক : সচলায়তন : http://www.sachalayatan.com/sondesh/29807 আমার ব্লগ : http://dewdropsreturn.amarblog.com/posts/97428 প্রথম আলো ব্লগ : Click This Link সামহয়ারইন ব্লগ : Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।