আমাদের কথা খুঁজে নিন

   

শ্যম যুবক

-- শুরুটা খুব সাদামাটা, আমরা বন্ধু ছিলাম। তার পর কালের ক্রমে, স্রোতের টানে তোমার জন্য হৃদয় মন্দিরে পূজোর আসন। সেই আসনে হৃদয় নিৎরানো ভক্তি তোমার জন্য। এক নরের প্রতি নারী'র ভাসবাসা। শ্যম যুবক! তুমি কি জানো? তোমার প্রথম প্রভাত, শেষ অস্তরাগ হয়ে ওঠার গল্প।

অনেক কিছু-ই জানো না। কিন্তু আজ, কোন পিছুটানে আড়াল করে রাখা? কোন সঙ্কায় হৃদয় বইবে এমন গভীর ব্যাথা? এই যে দেখছো শিথির বালিশ, আমার মতো এও ক্লান্ত। আমার প্রতিটি অশ্রু বিন্দু পরম মমতায় আগলে রেখে আজ বয়সের ভারে নুয়ে গেছে। এতটুকু অযত্ন, অবহেলা পাইনি, অথচ তুমি! আমার কান্নায় ছিলে উদাশ, হাসিতে- নির্লিপ্ত! সেই সব দিন এখন শুধুই অতীত শ্যম যুবক, হৃদপিন্ডে এখন আর মহাপ্রলয় বয়ে যায় না, সেই অবুঝটি নেই আমি, আমার চিন্ত আকাশ ছোঁয়, মেঘমালার সাথে দুরন্ত খেলায় মাতে, বৃষ্টির সাথে করে মিতালি। এখন আর তোমায় নিয়ে যায়না নিরব বিকেল।

তার পরও অবশিষ্ট হয়তো কিছু আছে! তাই নতুন পানি প্রার্থীকে ফিরিয়ে দেই অবলিলায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.