আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে।
অবেলায় সে ডাকে তারে
রাত্রি আর দিনে ভেদ মানে না।
কঠিনতর বুঝাপড়ার দাহে
জোছনাকুমারী রাগ করে।
বিচুর্ণ জলের ছায়া তার মুখখানি
ফর্সা একখানা জোনাক পোকা-
ঈর্ষার আগুন জ্বালিয়ে ভেতর বাহির
মুখ লুকোয় সে।
অকারনে ভোর হয় রোজ
মেঘের আড়ালে ঘুমের দহন
নিঃশব্দে মৃত্যুর মতো হানা দেয়
জোছনা খসে পড়ার বেদনা।
জোছনা হারালে
রাত্রিরা আর না সেজে
কুয়াশা হয়ে মিলিয়ে যায় দূরে।
রাত্রিরি আর জোছনা
কখনো ফেরে না পৃথিবীর বুকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।