আমাদের কথা খুঁজে নিন

   

সাইফউদ্দিন আহমেদ মানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শ্রমিক আন্দোলনের অন্যতম পু্রোধা সাইফউদ্দিন আহমেদ মানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত। ৩ ফেব্রুয়ারী বিকেল ৪টায় মনিসিংহ-ফরহাদ স্মৃতিট্রাস্টের তাজুল মিলনায়তনে গণফোরামের উদ্যোগে সাইফউদ্দিন আহমেদ মানিকের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং গণফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহম্মেদের পরিচালনায় এ স্মরণ সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরামের কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান, মহিলা পরিষদের সহ-সম্পাদক মাসুদা আক্তার রোজী, ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ভূইয়া, গণফোরামের কেন্দ্রীয় নেতা মফিদুল ইসলাম খান জামাল, গণ আজাদী লীগের সভাপতি আলহাজ আব্দুস সালাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডাঃ দিলিপ বড়ুয়া, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ আলী ও ২য় মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মফিদুল হক। এ স্মরণ সভায় শোক প্রস্তাব পড়ে শোনান, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এয়াডভোকেট সুব্রত চৌধুরী।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৬২’র ও ৬৪’র শিক্ষা আন্দোলন, স্বৈরাচার আইয়ুব বিরোধী জঙ্গী ছাত্র আন্দোলন ও ৬৯’র গণঅভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা ছিলেন সাইফউদ্দিন আহমেদ মানিক। তিনি এদেশের শ্রমিক আন্দোলন ও রাজনীতির পথিকৃত। তিনি বলেন, শোষণহীন সমাজ গড়ার মধ্য দিয়ে আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো। তিনি এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে শোষণহীন সমাজ গড়ে তোলার আন্দোলনকে জোরদার করার জন্য আহ্বান জানান। পঙ্কজ ভট্টাচার্য বলেন, সাইফউদ্দিন আহমেদ মানিক ষাটের দশকের রাজনীতির একটি স্বর্ণালী যুগের নক্ষত্র।

৬ দফা ও ১১ দফার ভিত্তিতে যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেছিল, তার মূল সমন্বয়ক ছিলেন সাইফউদ্দিন আহমেদ মানিক। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলন ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেরও অন্যতম পু্রোধা। স্বৈরাচার আইয়ুব শাসন বিরোধী যে ছাত্র আন্দোলন পূর্ব-পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে_ তার প্রথম সারির নেতৃত্বের মধ্যেও তিনি অন্যতম। তিনি আরো বলেন, সাংস্কৃতিক কর্মী থেকে তিনি ক্রমেই ছাত্র আন্দোলনের রাজনৈতিক সংগ্রামের নেতৃত্বে চলে আসেন।

সভা-সমাবেশের বক্তৃতায়, মিছিলের শ্লোগানে, পোস্টার লাগানো ও দেওয়াল লিখনে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন। অন্যান্য বক্তারা বলেন, ষাটের দশকে আইয়ুব বিরোধী আন্দোলন, অধিকার, স্বাধীনতা ও রাজনীতি-সংস্কৃতির আন্দোলন-সংগ্রামের নেতৃত্বে ছিল ছাত্রসমাজ, সংস্কৃতিকর্মী ও বুদ্ধিজীবীগণ। সাইফউদ্দিন আহমেদ মানিক প্রথমে সাংস্কৃতিক কর্মী হিসেবে পরবর্তীতে ছাত্রনেতা ও রাজনৈতিক নেতা হিসেবে বাঙ্গালী জাতির জাতীয় জাগরণে অন্যতম ভূমিকা পালন করেন। উল্লেখ্য আজ সাইফউদ্দিন আহমেদ মানিকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরে সাইফউদ্দিন আহমেদ মানিক এর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। বিকাল সাড়ে ৩টায় মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট এর তাজুল মিলনায়তনে তার প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণকরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।