আমাদের কথা খুঁজে নিন

   

জাতিয়তাবাদিরা সামুর পাশেই আছে। তবে জঞ্জাল সরাতে হবে সামু কর্তৃপক্ষকেই।

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল এতদিন যে কথা মোটামোটি ব্লগের সবাই জানতো, আজ সে কথা চারিদিকে চাউর হয়ে গিয়েছে। যে কথা সামুর প্রতি আনুগত্য থেকে কেউ বাইরে প্রকাশ করেনি, সে কথাই আজ লোকের মুখে মুখে। বহুদিন ধরেই বলছি, সামুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হয়তো জাতিয়তাবাদিরা সামুর বৈমাত্রেয় বলেই সে কথায় কান দেবার প্রয়োজন অনুভব করেননি সামু কর্তৃপক্ষ। আর এখন? পত্রিকায় স্ক্রিন শট সহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে নিয়মিত।

সবাই জানছে যে সামু মানেই নাস্তিক ঘৃণাবাদি, আওয়ামি লিগ আর ছাগুদের লীলাভুমি। সামুতে লাখ খানেক ব্লগার। এর মধ্যে সবাই কি ওই তিন গোষ্ঠির অন্তর্ভুক্ত? আসলেও কি তাই? সামুর মডারেটরদের আচরণে অনেকেই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ! কিন্ত তাই বলে ঢালাও ভাবে সবাইকে ওই তিন ঘৃণিত গোষ্ঠির প্রতিভু বানানোটা কি ঠিক হলো? আমু ব্লগ তো শাহাবাগের আন্দোলনের দ্বিতীয় দিন থেকেই প্রচার শুরু করে যে সামু নাকি ছাগুদের প্রচারক্ষেত্র। এখন জাতিয়তাবাদি প্রচার মাধ্যম প্রায় একই রকম কথা বলছে। প্রমান ছাড়া প্রচার মাধ্যমটি কিছু বললে, কেউ প্রতিবাদ করুক বা না করুক, আমি নিজ উদ্যোগে প্রতিবাদ করতাম।

কিন্তুই অকাট্য প্রমানের বিরুদ্ধে এই সামান্য ব্লগারের কথা কান কে দেবে? যতই ডিজিটাল বাংলাদেশের কথা বলা হোক না কেন, এখনও দেশের অধিকাংশ মানুষই পত্রিকার খবরের উপর নির্ভরশিল। তাই, ব্লগের প্রতিবাদ তত গুলি মানুষের কাছে পৌছাবে না, যত না পত্রিকার গুলি পৌছাতে পারে। তাই সাধারণ মানুষ, ব্লগ নয় পত্রিকার প্রকাশিত খবরের উপরেই আস্থা রাখবে। শুধু সাধারণ মানুষকেই দোষ দেই কি করে? উচ্চ শিক্ষিত স্বনাম ধন্য শিক্ষকই যখন লেখাচোর এক ঘৃণাবাদির সাথে সানন্দে ছবি তুলতে পারেন, সেখানে সাধারণ মানুষ কোন ছাড়? এর দায় সামু এড়াবেন কি করে? বন্ধুপ্রীতি বাড়িতে আপ্যায়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে যখন অন্যান্য ক্ষেত্রেও প্রবল প্রভাব বিস্তার করে, তখন সেই ধরণের বন্ধুত্বের কারণে সুনাম হারানোটা কি খুব অস্বাভাবিক কিছু? বাকস্বাধীনতাকে বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখতে হবে। যে সব প্রকাশনা পশ্চিমা বিশ্বের কোন ভ্রুকুটি ছাড়াই অনায়াশেই প্রকাশিত হতে পারে, বাংলাদেশে কি সেটা সম্ভব? আর বাকস্বাধীনতা মানেই গালাগালি, কুৎসা, অশ্লীল প্রচার, সেটা কোন অভিধানে আছে? সম্ভব নয়।

আর সেকারণেই বাংলাদেশকে পশ্চিমা বিশ্ব জ্ঞান করে কিছু করলে, বিপরীত প্রতিক্রিয়া হবেই। এখন ক্রমাগত ত্রিমুখি প্রচারনার কারণে সামুকে নিয়ে প্রবল ভয় হয়। হাজার অনাদর আর অবহেলার মধ্যেও আমরা যারা নিখাদ ভালোবেসে সামুকে আপন জ্ঞান করে আসছি, তাদের ক্ষীণ ধবনির প্লাটফর্মটিও যদি বন্ধ হয়ে যায়, তাহলে এত এত ব্লগার কোথায় যাবেন? জাতিয়তাবাদিদের মুখপাত্র হিসাবে তাদের পক্ষ্য থেকে সামুর প্রতি অকুন্ঠ সমর্থন জানালাম। তবে সেটা শর্তহীন নয়। এতদিন ধরে স্বজনপ্রীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে দিন দিন সামুতে যে জঞ্জাল সৃস্টি হয়েছে, কঠিন হলেও সেই জঞ্জাল পরিস্কার করার উদ্যোগ নিতে হবে।

আমরা চাই একটি প্রকৃত নিরপেক্ষ ব্লগ হিসাবে সামু নিজের সুনাম অক্ষুন্ন রাখুক। এবং সেটা করতে গেলে কিন্তু সামুর নীতিমালার কোন পরিবর্তনের প্রয়োজন নেই। যা প্রয়োজন সেটা হলো, তার নিরপেক্ষ প্রয়োগ। শ্রেফ পরিচিত বলেই বিশেষ কিছু ব্লগার বা গোষ্ঠি দিনের পর দিন নিয়মনীতি ক্রমাগত ভাঙতে থাকবে, আর পরিচয় সুত্র ধরে সামু এদের ব্যাপারে চোখ বুজে থাকবে, সেটা সামুর জন্য কল্যাণকর নয়। এজন্য যে কোন ধরণের সহযোগিতা লাগুক, আমার দৃঢ় বিশ্বাস সামু প্রেমিক প্রতিটা ব্লগার সেটা করতে প্রস্তুত রয়েছেন।

সামু বাংলা ভাষার সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় একটি ব্লগ। মাত্র হাতে গোণা কিছু মানুষের জন্য এর কোন ক্ষতি হোক, এটা নিশ্চই সামু কর্তৃপক্ষ চাইবেন না? বিশেষ করে জানা আরিলের দ্বিতীয় সন্তান বলে পরিচিত সামু ব্লগ শুধু ব্লগ নয়, অনেক পরিশ্রম আর আবেগের ফসলও বটে ! তাই সামুকে সকল অকল্যাণ আর অনিস্টের হাত থেকে রক্ষা করার কঠিন পদক্ষেপটি জানা আরিলকেই সম্মিলিত ভাবে নিতে হবে। এজন্য যদি কেয়ার টেকার বদলাতে হয়, কিংবা আরো কোন কঠিন পদক্ষেপ নিতে হয় , তাহলে নির্দ্বিধায় নিন। একই পথ অনুসরণ করে ভিন্ন ফলাফল আশা করা কিন্তু বাতুলতারই নামান্তর মাত্র। সন্তানের কল্যাণে বাবা মা সব কিছুই তো করতে পারেন।

এবং করেন। আপনারা সামুকে জঞ্জাল মুক্ত করুন। এর পর যে কালো হাতই উঠুক না কেন, সাধারণ ব্লগাররা সম্মিলিত ভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সর্বস্তরে। আশা করি অচিরেই আমরা সামুকে আদর্শিক বৈষম্যমুক্ত এবং গুণীকে উপযুক্ত কদরকারি পরিচ্ছন্ন ব্লগ হিসাবেই দেখতে পারবো। ধন্যবাদন্তে শ্রদ্ধেয় জুলভার্ণ, দাসত্ব, বাংলাদেশ জিন্দাবাদ, মোস্তফা কামাল পলাশ, কামরুল হাসান শাহি, চাপাডাঙ্গার চান্দু, স্বাধীকার, মাহাবুব রক্স, মাযহারুল হুসাইন, ভারসাম্য, প্রকৌশলি আতিক, দেশি মামা, আসফি আযাদ, ওই চোরা, মোসাজস, মেহেদি বি এন সিসি, স্বাধীকার (ইদানিং দেখছি না), নাহিয়ান বিন হোসেন (উনাকেও দেখা যাচ্ছে না), প্রজন্ম ৮৬, বিডি আইডল, দাসত্ব, ক্ষুধিত পাষান, মুফতি বাবা, বাবুবাবুয়াবাবুই, স্বপ্নরাজ, আহসান২০২০,সুচিন্তিত মতবাদ, মুখ ও মুখোশ, স্পেলবাইন্ডার, , মশিউর মামা, বান্দর, সত্য কথায় যত দোষ! মিল্টন, চিকন মিয়া, চেম্বার জজ, লুৎফল কাদের, আবু শিথি, ইমুব্লগ, এ এইচ খান, ইউনুস খান, সারথী মন, আবু শিথি, ব্লাক উড, বাংলাদেশী পোলা, তাসবির আহামেদ, আমি বীরবল, আল ইরফান, নিশাচর পুরান, বাংলার জেমস বন্ড, wrongbaaz, Admiral General আলাদীন , মিথুন-১, হাসন রাধা করিম, নিঃসঙ্গ ঢেউ, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ঘুমকাতুর, মোঃ আবদুল হাই, আনু মোল্লাহ, নিঃসংগ যোদ্ধা , নষ্টালজিয়া , ফ্লাইওভার, ছন্নছাড়া মন, মাহমুদুর রাহমান, রবি_জল, বিদ্রোহী কান্ডারী , ফিরেদেখা , একজন ঘূণপোকা, গিড়ীবাজ, নিশাচর ভবঘুরে, বিদ্রোহি ভৃগু, ধীমান অনাদ ,সবুজ ভীমরুল, টয়বয়, হাছন রাধা করিম এবং আরো অনেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।