আমাদের কথা খুঁজে নিন

   

BDnews24.com পোল

বিডিনিউজ২৪ সাইটের পোল নিয়ে কত কিছু হয়ে গেল.... এক সাংবাদিককে গাড়ী চাপা দিয়ে মারার ও চেস্টা, ডেথ থ্রেট, অনলাইনে স্কৃীন শট সবই দেওয়া হল। কিন্তু কেউ এই কথা টা তুলল না যে, এই পোলের কোন ভ্যালু নাই, যেখানে একজন ইচ্ছা করলে ১০ বারও ভোট দিতে পারে। গতকাল, এক পোলে বাসার দুইটা ল্যাপটপ, একটা টেবলেট পিসি ইউজ করে আমি নিজে দশ বার ভোট দিয়েছি, সেইম পোলে... তিনটা কমপিউটার থেকে তিনবার, আর প্রত্যেক কম্পিউটারে ৩/৪ রকমের ব্রাউজার ইউজ করে বার বার ভোট দিলাম। একবারও বিডি নিউজ বলল না যে আপনি অলরেডী ভোট দিয়েছেন। একটা আইপি থেকে একবারের বেশী ভোট দিতে দেওয়া উচিত না....... যে কেউ অফিসে গিয়ে, ১০ টা কম্পিউটার থেকে ৩০-৪০ বার ভোটও দিতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।