CONNECTION FAILED
এখনও ভোর হয়নি। আলো ফোটেনি। শেষ রাতের আকাশে এখনও চাঁদ জেগে আছে। যেন অপলক চোখে চেয়ে আছে পৃথিবীর পানে । দারুন লাগছে ঐ নীরব কালো ভূতুরে আকাশটা।
যেখানে বিন্দু বিন্দু তারা গুলো জ্বল জ্বল করে জলছে।
হু হু করে বাতাস বইছে,স্নিগ্ধ ভেজা বাতাস,এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে গেলাম
দূর পূর্ব আকাশে সূর্যের রক্তিম আভা ফুটে উঠছে। সূর্য স্নাত হচ্ছে পৃথিবী। পাখিদের কিচির মিচির শব্দে চারিদিক সরব হয়ে উঠছে। জেগে উঠছে জনপদ।
কী গভীর কোলাহলময় জনপদ। শুধু আমি বসে আছি পথ চেয়ে। একটু পরই ভেসে এল মেঘের ময়ূরপঙ্খী। একটা অদ্ভূত সুন্দর শুভ্রপরী হাত বাড়িয়ে দিল আমার দিকে। তার আহবানে সাড়া না দিয়ে পারলাম না।
ভেসে চললাম কোন এক অচেনা নীল দেশে। কিংবা শ্বেত শুভ্র মেঘের দেশে।
(চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।