কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..
সব্বাই যখন সামনে আগাইবার চিন্তায় দৌড়াইতাছে, তহন বাংলাদেশ পিছু হটসে। আইজকা সক্কাল থেইক্কাই সব ধর্মের ভয়ে থরথর করে কাঁপতে থাকা লোকজন বাথটাবের ভিতরে মাথা চুবাইয়া অপেক্ষায় সিলো কখন সেই বজ্রপাতখানি পড়ে। ব্রেকিং নিউজ হইল দুরদর্শন বাক্সের চ্যানেলে চ্যানেলে। দিগম্বর অবস্থায়ই "ইউরেকা!" "ইউরেকা!" কইরতে কইরতে মুখে ফেনা তুইলা সবগুলানে ছংসদে হাজির। (উল্লেখ্য, ধর্মফোবিয়ার রোগী এই প্রানীগুলো উলঙ্গ হইলে এদেরকে দেখলে মনে হয় যে, এরা সাদা পাজামা পান্জাবি আর কালা কোট পিনছে। )
আবার জানাই, কনগ্রাটিউলেটিওন।
এইটা সিরিয়াস পোস্ট নয়, গনতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে এইটুকু কৌতুক করার অধিকার আমার মনে হয় আছে। না থাকলে পোস্ট কাইটা দিতে কইলেই চলবে, কাইটা দেব। ফ্যাসিবাদীদের মত "ব্যান করবেননা"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।