আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে না পাওয়া-পাওয়া

শিক্ষিত মূর্খ। আকিবুকি। গননা করবার শখ আর জাগেনা আগের মত। মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে।

আমার লেখা প্রথম কবিতা।

আশংকায় আছি এটাই শেষ কিনা। অনেক দিন আগে লিখা। সাকিরাপু আর ফাহাদ ভাইয়ের কবিতা পড়ে পোস্ট করার ইচ্ছা জাগল। তুমি যদি চাঁদের আলো দেখ, তাহলে রাতের আঁধার খুঁজে পাবে না। তুমি যদি পুকুরের পানিতে আকাশ ভরা তারার প্রতিচ্ছবি দেখ, অন্ধকারের জল দেখতে পাবে না।

মনের জানালা খুলবে কি? চেয়ে দেখবে আকাশটা? রাত নয় দিনের আকাশ। ডানামেলা পাখিদের উড়ে যাওয়া দেখ, বন্দিত্ব খুঁজে পাবেনা। বৃষ্টিতে চোখের পাতা ভেজাও ভেজাও হাতটা ক ফোঁটা বৃষ্টি হাত ছুঁয়ে যায়নি গুনে দেখ, গোনা যাবেনা। পাহাড় আকাশের আলিংগনস্থলে যাও চেয়ে দেখ নিচের পৃথিবী, ক্ষুদ্রত্ব অনুভব করবেনা। বৃষ্টির রিমঝিম শব্দ শোন, ছন্দপতন শুনতে পাবেনা।

যে তোমাকে ভালবাসে তার মনটা দেখ, ঘৃণা খুঁজে পাবেনা। যে তোমাকে ভালবাসে তার মনটা দেখ, ভালবাসা খুঁজে পাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।