আমার বিদায় অনেকটা নিরবেই হবে ।
সে বিদায়ের কোন অনুষ্ঠান হবে না -
হবে না কোন প্রচার- প্রচারণা;
বাজবে না কোন শোক সংগীত;
আসবে না কোন শ্রদ্ধার্ঘ্য ।
সে দিনও পাখির কলকাকলিতে ভরে থাকবে প্রকৃতি,
তাদের কন্ঠেও শোনা যাবে না কোন শোক গীতি ।
সে দিনও কোন প্রেমিক যুগল অভিসারে আসবে ,
সে দিনও কোন ভাঙ্গা সংসারে বিতন্ডা লাগবে ।
আমার চলে যাওয়ার খবর শুনে কেউ ফিরেও তাকাবে না-
হঠাৎ করে আতকে উঠে বলবে না - হায়!
আমার চলে যাওয়া অনেকটা সদামাঠাই হবে ।
সে দিনও ফুলের বাগান প্রস্ফুটিত হবে পরিপূর্ণভাবে ।
সে দিনও নদী ধেয়ে যাবে প্রিয়তম সাগরে বুকে।
সে দিনও কোন মা (তার) সনতানকে স্তন্য দিবে পরম তৃপ্তিতে।
সে দিনও কোন পরিশ্রান্ত বাবা ফিরবে (তার) জীর্ণ কুঠিরে ।
সে দিনও চতুর্দশী চাঁদ ঝলমলাবে আসমানে।
আমার বিদায় যাত্রার খবর রটবেনা মানুষের মুখে মুখে ।
কেউ উচ্চারণও করবেনা –-
“ একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল কি গৌরবে !”
সেদিনও কোন ইতর (তার) ইতরামি থেকে বিরত রবে না ।
সেদিনও কোন মনিষী (তার) পরম সত্য উচ্চারণ থেকে বাদ রবে না ।
সেদিনও ঈশ্বর তার নিত্য খেলা সাঙ্গ করবে তার নিয়মে ।
সেদিনও পৃথিবীর বয়স যোগ হবে মহাকালের হিসেবে ।
সেদিন শুধু একটি সৃষ্টির পরিবর্তন হবে ব্যপক
যার বুকে জ্বলবে হাবিয়া দোযখ
চোখ থেকে ঝড়বে যার শ্রাবণ ধারা
যার আলোকিত পৃথিবী আধাঁরে ঢেকে যাবে
সে আর কেউ নয় , হয় আমার দুখিনী গর্ভধারিণী না হয় (আমার) সহধর্মিনী ।
ধূসর স্বপ্ন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।