জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
অবশেষে শেষ হল শুটিং। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘সঙখেলা’। আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও আমার লেখা। এর আগে ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২টি তথ্যচিত্রের চিত্রনাট্য লিখেছিলাম কিন্তু পরিচালনায় এই প্রথম।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি এলাকায়, কাইকারটেক সেতুর নিচে ও রূপগঞ্জের গোলাকান্দাইল মেলার যাত্রাপালার প্যান্ডেলে শুটিং হল।
শুটিং এর কিছু পিক শেয়ার করলাম ব্লগারদের সঙ্গে।
মনিটরের সামনে পরিচালক হিসেবে
শট নেয়ার আগে ভিডিওগ্রাফারের প্রস্তুতি
ক্যামেরা সহকারীদের প্রস্তুতি
যাদের ঘিরে গল্পটি
সাবদিতে প্রথম দিনের শুটিং
কাইকারটেক সেতুর নিচে শুটিং
গল্প সংক্ষেপ :
একজন সঙ। সে সঙ সাজার জন্য কোন কাজ করে না। নানা জায়গায় ঘুরে ঘুরে মজা করে আর স্বপ্ন দেখে একদিন সে সিনেমার কৌতুক অভিনেতা হবে।
সঙখেলা দেখানোর জন্য বিভিন্ন মেলায় যায় সে। সেই রকম এক মেলায় যেতে যেতে যাত্রাপালার নর্তকীর সাথে পরিচয় হয় তার। তারপর সেই নর্তকী তার হাত ধরে পালায়। পালিয়ে তারা ঘর বাঁধে। কিন্তু অভাব তাদের পিছু ছাড়ে না।
অন্য দিকে সেই নর্তকীর পেছনে লাগে এক ট্রাক ড্রাইভার। তাকে খুঁজে বের করে ফেলে। তারপর ফুসলায় তার সাথে যাওয়ার জন্য।
সঙ তার অভাব দূর করার জন্য কখনও চকলেট, কখনও পান মসলা ও কখনও মিষ্টি পান বিক্রি করে। এই কাজে সে চলে যায় বিভিন্ন মেলায়।
বউটা একা পড়ে থাকে না খেয়ে।
বাধ্য হয়ে বউটা বড় রাস্তার একটা দোকান থেকে বাকি নেয়। দোকানী মহাজন তাকে বাকি দিয়ে যেতে থাকে আর বলে একবারে শোধ করে দিস।
একদিন সঙ সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে সুযোগ পেয়ে যায়। কিন্তু তত দিনে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যায়।
নায়িকার সঙ্গে নায়কের গর্বিত ভঙ্গি
মেক-আপ নিচ্ছে চলচ্চিত্রের নায়িকা
রূপগঞ্জে গোলাকান্দাইল মেলার যাত্রা প্যান্ডেলে ভিডিওগ্রাফার ও সহকারী পরিচালকের মাঝখানে আমি
রূপগঞ্জের গোলাকান্দাইল মেলার যাত্রা প্যান্ডেলে ভিডিওগ্রাফার ও সহকারী পরিচালকের সঙ্গে সঙখেলার নায়ক
আমার কথা :
কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন - নামে একটা বই আমি লিখছি। সেই বইয়ের সঙ্গে ডিভিডিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেয়া থাকবে। তাছাড়া সেই ডিভিডিতে আরেকটি ডকুমেন্টারিও থাকবে। কিভাবে এই চলচ্চিত্রটির কাজ চলছে সেটা নিয়ে হবে ডকুমেন্টারিটি। এই জন্য স্ক্রিপ্ট লেখা থেকে এডিটিং পর্যন্ত সব কাজই আলাদা ক্যামেরায় ধারণ করা হচ্ছে।
ফলে বইটা পড়ে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখার পাশাপাশি বইয়ের সঙ্গে ডিভিডিতে দেয়া ডকুমেন্টারি ও চলচ্চিত্রটি দেখে একজন নতুন ও অনভিজ্ঞ স্বাপ্নিক তরুণ চলচ্চিত্র পরিচালনায় আসতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।