আমাদের কথা খুঁজে নিন

   

আ মরি বাংলা (ইংরেজি) ভাষা !!!!!!!!!!!



আজ ১ ফেব্রুয়ারি। শুরু হলো ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসটি। এ মাসে আমাদের আবেগ ভিন্নমাত্রা পায়। এখন এই আবেগ আরো বড়ো। কারণ আগে এই শহীদদের স্মৃতি ছিলো আমাদের একার।

এখন তা বিশ্বমানবের। ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় অভিষিক্ত সালাম, বরকত, রফিক, শফিকদের রক্তেভেজা মাসটি। ভাষা নিয়ে আমাদের দ্বিধা অনেক পুরনো। এই দ্বিধা কখনো কখনো কবিকে আবেগী করে তুলেছে, বাংলা ভাষার প্রতি মনকে টেনে নেবার জন্য তাঁকে লিখতে হয়েছে গান,কবিতা। আ মরি বাংলা ভাষা এরকমই একটি গান।

কবি কখনো বাংলার প্রতি দ্বিধা দেখে মহাক্ষিপ্ত- ''যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। '' -বঙ্গবাণী(নূর নামা) শেখ আবদুল হাকিম বাংলার প্রতি দ্বিধা, ইংরেজির সাথে ব্যর্থ প্রণয়, বাংলায় প্রত্যাবর্তন এমত কিংবদন্তীতে রঙিন মাইকেল মধুসূদন দত্ত। ১৯৫২ সালে রক্তদানের পরও বাংলাকে রাষ্ট্রভাষা হবার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৯৭১ সালের রক্তাক্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত। বাংলাকে আমরা রাষ্ট্রের সব পর্যায়ে বাস্তবায়ন করলাম। কিন্তু আজ এতোযুগ পর বাংলাভাষা ক্রমান্বয়ে রাষ্ট্রভাষা থেকে মাতৃভাষায় অবনমনের পথে রওয়ানা দিয়েছে।

বাংলা জানা মানুষজন এখন বাংলাদেশে ঊনমানব হয়ে পড়ছে। ইংরেজিতে দুর্বলতা আমাদের অনেকের কাছে জাতীয় ''লজ্জা'' হয়ে পড়ছে। কাল যখন জানা গেলো বৃটিশ সরকার বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের স্টুডেন্ট ভিসা প্রদান স্থগিত করেছে তখন এই সংবাদকে অনেকে ''বিনামেঘে বজ্রপাত'' বিবেচনা করছেন ! কেউ যদি দ্বিতীয়, তৃতীয়,চতুর্থ বা পঞ্চম ভাষা শিখতে চান তাতে কারোরই আপত্তি থাকার কথা নয়। আপত্তি করতে হচ্ছে বাংলার বদলে ইংরেজির প্রতি অতিভক্তি। বাংলাদেশের রাজধানীতে দোকানের সাইনবোর্ড, বিলবোর্ড থেকে পর্যন্ত বাংলা ভাষাই শুধু নয়, বাংলার সংস্কৃতি এমনকি বাংলার মুখও নির্বাসিত হতে শুরু করেছে।

এভাবেই ধীরে ধীরে অসচেতনতার ফাঁক গলেই অতীতে বারবার পরাধীনতা আমাদের গ্রাস করেছিলো। এই সতর্কবার্তাটি জোরেসোরে বলার সময় এসে গেছে। উপনিবেশী শক্তি সমৃদ্ধির নাম করেই বারবার নানা দেশে অন্তর ''কিনে'' ফেলেছিলো/ফেলছে কিছু লোকের। সেই অন্তরের সিঁদ কেটে তারা সব চুরি করেছে/করছে নানা দেশে। অথচ বাস্তবতা হলো যে সব দেশ/জাতি সার্বিকভাবে আর্থ-সামাজিক উন্নতির শিখর ছুঁয়েছে বা ছুঁতে চলেছে তারা সবাই নিজের ভাষার প্রতি অবিচল ঈমান রেখেই সেটা করেছে/করছে।

বাংলা ভাষাকে রক্ত দিয়ে ধুয়ে পবিত্র করেছিলাম আমরা। ১৯৭১ সালে আবারো স্বাধীনতার রক্তাক্ত সূর্যে উজ্জ্বল করেছি। অথচ অবলীলায় তাকে আমরাই অবহেলায় উপেক্ষা করছি ! সৈয়দ শামসুল হকের প্রেমের কবিতাটি যেন ভিন্ন আঙ্গিকে প্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলা ভাষার জন্য- ''মানুষ এমুন তয়, একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর। '' - পরাণের গহীন ভিতর। সালাম, বরকত, রফিক,জাব্বার ভাইরা আমার, আমাদের ক্ষমা করবে কি ???????????????????????????????????????


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।