আমাদের কথা খুঁজে নিন

   

HAARP প্রজেক্টঃ হাইতিতে ভূমিকম্প নাকি ষড়যন্ত্র তত্ত্ব?

আমি একজন ........

কয়েক দিন আগে হাইতিতে ভূমিকম্প সংঘটিত হওয়ার কিছু দিন পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো স্যাভেচ আমেরিকার বিরুদ্ধে একটি অভিযোগ আনেন। তিনি তার টিভি ভাষনে বলেন যে, হাইতির ভূমিকম্প আমেরিকার একটি ষড়যন্ত্রের অংশ। টেক্টনিক ওয়েপন নামক ভূমি বিধ্বংশী অস্ত্রের মাধ্যমে এই ভূমিকম্প ঘটানো হয়েছে। আমেরিকা পরিচালিত HAARP প্রজেক্ট এর ফলাফল এটি। এর মাধ্যমে তারা ক্যারিবিয় অঞ্চল দখলের পায়তারা করছে।

তাছাড়া এই অস্ত্র ভবিষ্যতে ইরানের উপর প্রয়োগ করার হবে এবং এটি ছিলো একটি তার ট্রায়াল স্বরূপ। ফক্স নিউজ কোন কোন পাঠকেরা হয়তো অবাক হচ্ছেন এটি কিভাবে সম্ভব? HAARP বা Tectonic Weapon এগুলো আবার কি জিনিস। তাহলে আসুন আমরা এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। HAARP এবং Tectonic Weapon: এর পুরো নাম High Frequency Active Auroral Research Program (HAARP)। US Air Force, US Navy, University of Alaska এবং Defense Advanced Research Projects Agency (DARPA) এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই প্রজেক্ট পরিচালিত হচ্ছে।

আমেরিকার আলাস্কায় এই গবেষনা চলছে। এর মাধ্যমে বায়ু মন্ডলের ionosphere কে নিয়ন্ত্রন করে আবহাওয়া নিয়ন্ত্রন করা সম্ভব। উচ্চ মাত্রার ইলেক্ট্রো ম্যগনেটিক ফিল্ড তৈরি করে তার মাধ্যমে বায়ু মন্ডলের ionosphere এর অবস্থা বিশ্লেষন, তার সার্বিক তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রন করাই এই প্রগ্রামের মূল উদ্দেশ্য বলে তারা দাবী করে থাকেন। কিন্তু এর মাধ্যমে তারা গোপনে অনেক ধরনের মানব বিধ্বংশী অস্ত্রের পরীক্ষা করে যাচ্ছেন। এই প্রজেক্ট শুরু হয় স্নায়ু যুদ্ধের শুরু থেকে।

রাশিয়া এবং আমেরিকা আলাদাভাবে এসব প্রজেক্ট করে যাচ্ছে। এই প্রজেক্টের আওতায় আমেরিকা এবং রাশিয়া উভয়েই টেকটনিক ওয়েপন তৈরি করেছে। যার মাধ্যমে কৃত্রিমভাবে ভূমিকম্প ঘটানো সম্ভব। ভূমির অভ্যন্তরে শক্তিশালী ইলেক্ট্রো ম্যগ্নেটিক শক্তি উতপন্ন করে এই ভূমিকম্প ঘটানো হয়। এই প্রযুক্তি শুধুমাত্র আমেরিকা এবং রাশিয়ার হাতেই রয়েছে।

HAARP সম্পর্কে আরো বিস্তারিত জানতে তাদের ওয়েব সাইটে দেখতে পারেন। তবে ওয়েব সাইটে ঢূকার পূর্বে অবশ্যই এই সাবধান বানীটি পরে নিবেন। হাইতির ভূমিকম্পঃ বিভিন্ন বিশ্লেষক এই ষড়যন্ত্রের পিছনে কিছু কারন তুলে ধরেছেন। * ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো রাজধানী থেকে ১০ কিমি দূরে। * ভূমিকম্পের মাত্রা, সিসমিক স্কেল এবং সুনামির প্রভাব সকল কিছু বিশ্লেষন করে বিশেষজ্ঞরা অনেক অসামঞ্জস্যতা দেখতে পান।

* হাইতি একটি এন্টি গ্লোবালিষ্ট এবং আমেরিকা বিরোধী রাষ্ট্র হিসেবে ভুমিকা রাখতে চায়। Click This Link * ভূমিকম্পের কিছুদিন আগে দূর্যোগ মোকাবেলার জন্য ড্রিল করা হয়। ঠিক ৯/১১ এর আগে নিউ ইয়োর্কে এমনটা করা হয়েছিলো। * ভূমিকম্পের ঠিক ঘন্টা খানিকের মধ্যে আমেরিকার বড় বড় থিঙ্ক টং রা বলে বসেন, "আমাদের এক সুযোগের সদ্বব্যবহার করতে হবে। " * আম্রেরিকার সেনাদের আচরন দেখে মনে হয় ওদের সাহায্যের চেয়ে নিরাপত্তাই গুরুত্ত্ব পূর্ন।

দেশ দখল করতে এসেছে। ২০০৮ সালে ঠিক একই ভাবে হার্প অস্ত্রের মাধ্যমে চীনে একটি ভূমিকম্প ঘটানো হয়ঃ ---------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.