আমাদের কথা খুঁজে নিন

   

অরুচিশীল নোংরা ছবির কারনে ফারুকী সাবধান তবে ফারুকী কে সাবধান না করে নিজেদের মানুসিকতা পরিবর্তন করলে কেমন হয় নাকি আমাদের সাবধান ও পরিবর্তন হওয়া দরকার ?

আমার সম্পর্কে বলার মত তেমন কিছু নাই, আমি একটা একটা একটা ...... একটা কি তাও জানিনা, তবে মাঝে মাঝে আমার কম্পিউটার টা রিসেট করলে বুঝতে পারি আমি আসলে একটা ............ ধুর ছাই কি যে আবার ভুলে গেছি, আপনারা জানলে আমাকে বলবেন দয়া করে

জীবন তো বহমান এক স্রোতধারা যেখানে কোন দিনেই কেউ থাকেনা থেমে , জীবন যায় জীবনের গতিময় ধারায়, বহমান স্রোতধারায় বয়ে চলার নামেই হয়ত জীবন তাই নয় কি ? যাই হোক জীবনের সংগা দিতে আমি আসিনি , গত জানুয়ারি মাসে একটাই মনের মাঝে বারবার আঘাত দিয়ে যাচ্ছে মনে হয়ত জীবনের মানে খুজতেই এমনটি হয়, ব্যস্ততার কারনে সবকিছুই আজ কেমন জানি পানসে হয়ে যায় , ভুলে যাই আমি আমার জীবনের একটি মুহুর্ত হয়ত কোথাও নয় আবার কোনখানে জীবিকার সন্ধান, কি সব বলছি যাক এইবার যা বলতে আসলাম তা শুনুন,,,, আমি যা বলব তা একান্তই আমার কথা , আগে দেখব বুঝব তারপর কথা বলব আমাদের স্বভাব নাকি বাংগালীর স্বভাব জানিনা অল্পবিদ্যা ভয়ংকরী আমিও কোন অংশে কম না, যাউক গা তথাকথিত থার্ড পারসন সিংগুলার নাম্বার নামক বাংলা ছবিখানা দেখিলাম তারপর আমার ভাষা আমি যাহা বুঝিলাম সিনেমার মুলথিম বলতে কে কি বুঝেছেন আমি জানিনা, তবে আমি যা বুঝেছি..... আমাদের দেশের সরকার মহিলা, সরাস্ট্র মন্ত্রীর তালিকায় ও একজন মহিলা মানুষ আছে তাই নয় কি , তবুও আমাদের দেশের নারী সমাজ কতটা সয়ংসম্পুর্ন জানিনা, হয়ত আজো নেই তবে কাল হবে। ইভটিজিং এর কারনে প্রান দিয়ে প্রমান করছে আমি ভাল আর আমি ঐসব ছেলেদের ঘৃনা করি, তাই নয় কি ? সিনেমার শুরুতে খেয়াল করলাম তিষা কে , দেয়ালের কোনে আবার কখনো একটু আড়াল করেই নিজেকে রাখার প্রচেষ্ঠা করেছিলো তবুও পুরুষ নামের হায়েনা ( মাফ করবেন আমি সব পুরুষ কে বলছি না ) এর হাত থেকে রেহাই পাচ্ছিল না, অবশেষে যখন শেষ ভরসা হিসেবে থানাকে বেছে নিল তখন তার বিবেক তাকে আবারো থামিয়ে দিল যে থানা কি তার জন্য নিরাপদ নাকি রক্ষক যখন হয়ে যায় ভক্ষক সেই সমস্যা আবারো ছুটতে ছুটতে যখন এসে দাড়াল অভারব্রীজে তখন কেউ তো তাকে বলল না যে এত রাতে একটা মেয়ে এখানে কি করে হয়ত বলেছিল তবে সেটার দৃষ্ঠি টাও ছিল আলাদা, বড়লোক নামের একদল যারা পতিতার সাথে সারাজীবন থাকতে চায় যদিও তাদের ঘরে বউ থাকে আবার সংসার ও থাকে, নরপশুরা সবাই কে তাদের দৃষ্ঠিতে একই দেখে হয়ত রাতের বেলা কোন মানুষ বাহিরে থাকতে পারে না , এটা কি খুব বেশি অপরাধ ? মাঝে মাঝে গভীর রাতে এমন কি মাঝে মাঝে কোন রাতে আমি আমার বাসায় থাকি না, নিজেকে হিমু মনে করে বাহিরে থাকি , কিন্তু মানুষের বিপদ আসতেই পারে যার কারনে হয়ত কোন এক রাতে বাসায় ফেরা হল না,,,,,, এবার আসি লিভ টুগেদার নিয়ে কিছু কথায়, তার আগে বলুন তো ভালবাসা অথবা বিয়ের সংগা কি ? প্রেমিকার হাত ধরে পার্কে বসে বাদাম খাওয়া এবং ২-১মাস পার্কে বাদাম খেয়ে লিটনের ফ্লাটে রুম ডেটিং করার নাম ভালবাসা ? এবার আসি বিয়ে নিয়ে, ধুম ধাম করে সানাই বাজিয়ে বিয়ে করা আর লাল বেনারশি শাড়ি পড়ে শশুর বাড়িতে বিশাল গাড়ি বহর নিয়ে আসার নাম বিয়ে নাকি অন্য কিছু, একই ছাদের নিচে যুগ যুগ ধরে বসবাস করে আসছে একই বেডে ঘুমাচ্ছে তারপরো তাদের মানসিক মিল টা কয়েকযুগ পরো হল না এর নাম কি বিয়ে নাকি যেখানে মানিসক ভাবে অর্থ্যাৎ মন যেখানে সায় দিবে তার সাথে যারাটি জীবন কাটানোর নাম বিয়ে ? আমি নাস্তিক না আবার আমার মাথা খুব বড় না আর আমি বুদ্ধিজীবিও না আমার মতে ভালবাসা আর বিয়ে কখনো ঘটা করে হয় না এটা মনের বেপার আর আসে যেমন মন থেকে তেমনি বেড়ে উঠে মনের মাঝে, কাজেই এখানে লিভ টুগেদার বলতে আপনি কি বুঝান আর ঐ সিনেমায় লিভ টুগেদার নিয়ে কি হল বুঝি না, অবশেষে যখন রক্ষকের হাত থেকে আসল তার বোনের বাড়িতে তখন সেখানেও তার একটি ভুলের কারনে মানে তিষা ঘটা করে বিয়ে না করেও শশুরবাড়িতে থাকল কেন সেই কারনেও তার বোনের শাশুরি তাকে থাকতে দিল না, আর তার পর জীবন সংগ্রামে যখন নেমে পড়ল তখন তো কোন উত্তর খুজে পাই না আমি, ফেসবুকে একটা গ্রুপ পেয়েছিলাম "বাড়ী ভারার ক্ষেত্রে ব্যচেলর দের মানুষ ভাবুন" আচ্ছা একটা মানুষ কি একা থাকতে পারেনা , কোন বিপদে পরেও না ? যদি কখন আমি এভাবে বাড়ি খুজি তাহলে হয়ত আমিও বাড়ি খুজে পাবা না, কারন আমি ব্যচেলর থাকি একা ........ হা হা হা হা হা তাহলে কি আমি মানুষ না ? একজন বৃদ্ধ মানুষ যার সুখের একটা সংসার আছে সেও একজন যুবতি নারীকে একা পেয়ে সার্থ হাসিল করতে দিধা করে না, কিন্তু হায়েনা যেমন আছে তেমনি সেখান থেকে বাচার উপায় ও কিন্তু আছে তাই নয় কি ? কিন্তু এভাবে আর কতদিন ? বাচার জন্য আরেকজন কে স্বামী বানাল সেটা কি খুব বেশি অপরাধ ? তারপর ও একটা থাকার জন্য মাথা গুজার জন্য আবাস পাওয়া বলেই কথা, মন হয়ত মানে না তবে বিবেক টা কি আল্লাহ আমাদের খেলতে দিয়েছেন ? আমার মনে হয় না , আমাদের বিবেক আছে জন্য হয়ত আমরা মানুষ না হলে আমাদের তুলনা হয়ত সেইসব জংগলের পশুদের সাথেই হত তাই নয় কি ? মন চাইলেও বিবেক থামিয়ে দিল সবসময়, একটা মানুষের সাথে চলা ফেরা আর সারাক্ষন পাশে থাকা একদিন না হোক একদিন তার প্রতি দুর্বলতা আসবেই মনে ভুল বললাম কি ? তবুও আমাদের বিবেকের কাছে পরাজিত হয়ে আমাদের জীবন চলতে হয় , চাকুরী দেবার নাম করে কি না কি করছে আমাদের বিত্তবানেরা ? আর এগুলো কি শুধু সিনেমার মাঝেই আছে নাকি বাংলাদেশের প্রতিটি ঘরেঘরে ঢুকেছে ? কৃষ্ন করলে লীলা খেলা আমি করলে ঢং পুরুষ রা করলে সবি রাইট হয় নারী করলেই রং কি বুঝলেন এই ছন্দ থেকে ? যাউক গা , সিনেমার মাঝে গানের কথা গুলো অশ্নীল নাকি আমাদের মন অশ্নীল ? ডিপজলের সিনেমা আর ফারূকীর সিনেমা এর মাঝে একটা উদাহারন দেই ,,,,,,,,,, সিনেমা হলে যখন বসে ছিলাম তখন ঘন্টাখানেক পরে একজন দর্শক বলে উঠল এটা কোন সিনেমা হল ? কাটপিচ নামের পর্ন ভিডিও ঢুকানোর নাম সিনেমা নাকি কিছু বাস্তব চিত্র তুলে ধরার নাম সিনেমা ? হয়ত কোনটাই না, তবে ফারুকী কোন কারনে অশ্নীলতার জন্য সাবধান থাকবে ? আমার মতে থার্ড পারসন সিংগুলার নাম্বার বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার একটা বহিঃপ্রকাশ কোন অস্নীলতার কারন নয়, আপনাদের মতামত কি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।