তোমার হলোগ্রাফিক মুখের আদল ও বিমূর্ত দেহের ভাঁজ
আধো আলো ও আঁধারের ভেতর মূর্ত হয়ে এলে
আমি হন্যে হয়ে খুঁজে ফিরি একটি কসমিক হৃদয়।
আমার চারপাশের কসমোলজিক্যাল দিগন্ত ভেদ করে
অস্তিত্বের স্বরূপ অবয়ব পেলে
আমি এক উজ্জ্বল অনুভবের মুখোমুখি হই।
সীমাবদ্ধ শব্দটি আর সীমাবদ্ধ থাকেনা কখনো।
জানি অনাদিকাল থেকে বিপরীতমুখি দাঁড়িয়ে আছে প্রেম ও বিদ্বেষ
অথচ প্রবহমান মানুষের অন্তহীন সৃষ্টিকর্ম দেখে
বিস্ময়ও বিস্ময় মানে;
মানুষ নিজেকে অতিক্রম করে ক্রমাগত কসমিক আলোয়।
ভারসাম্যহীন পৃথিবীর ক্লান্ত দোলাচলে
আমি তোমার হলোগ্রাফিক মুখের আদল ও ভাঁজ দেখে
হন্যে হয়ে খুঁজে ফিরি অনন্য কোনো এক কসমিক হৃদয়-
ফুলেল ও মহাজাগতিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।