আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ছাগুপ্রীতি ও ছাগুরাম তিনকোণা

ভালবাসি বাংলা সিনেমা

অনেকেই হয়তো জানেন বানান যাচাই করার জন্য গুগল বেশ আদর্শ একটি যায়গা। ভুল বানানে ইংরেজি শব্দ লিখে সার্চ দিলে গুগল আপনাকে কাছাকাছি ইংরেজী শব্দটি প্রস্তাব করবে। তাছাড়া মিনিং তো জানা যাচ্ছেই। তবে বাংলা বানানের ক্ষেত্রে এই পদ্ধতি কাজে আসে না। এক্ষেত্রে হুট করে কোন বানান নিয়ে সন্দেহ জাগলে শব্দটার সবরকম বানান লিখে গুগলে সার্চ দিয়ে যে বানানরীতিতে বেশি সংখ্যক রেকর্ড পাওয়া যায় সেটাকে মোটামুটি সঠিক বানান হিসেবে ধরে নেয়া যায়।

গুগলে বাংলা বানান নিয়ে এরকম সার্চ দিতে গেলে অনেক অদ্ভুত সব বানানের সন্ধান আপনি পাবেন। যাহোক, বানান ভুল হতেই পারে, আমার নিজের ব্লগেই অসংখ্য টাইপো আর ভুল বানানের ছড়াছড়ি। কিন্তু যদি এমন একজন ব্যক্তির নামের বানানে ভুল হয় যাঁকে নিয়ে অনেক আলোচনা, তর্ক-বিতর্ক ও প্রবন্ধ রচনা হয়? ব্যক্তিটা আর কেহ নন, তিনি আমাদের ছাগুরাম তিনকোণা। অতি আবেগী বাঙালীর ছাগুপ্রীতির নমুনা দেখুন- গুগলে "ছাগু" লিখে সার্চ দিলে পাওয়া যায় ৯০ হাজার রেকর্ড। অন্যদিকে তাঁর নামের প্রমিত বানান "ছাগল" লিখে সার্চ দিলে ১ লাখ ৩২ হাজার রেকর্ড পাওয়া যায় যার বেশির ভাগই হয় সরকারী সাইট নতুবা পত্রিকার লিঙ্ক যা মূলত প্রুফ দেখে পোস্ট করা হয়।

আরো ইন্টারেস্টিং সব ব্যাপার আছে ... * উ-কার(ু) দিয়ে "ত্রিভুজ" লিখে সার্চ করলে দেখায় 114,000-টি * ঊ-কার(ূ) দিয়ে "ত্রিভূজ" লিখে সার্চ করলে দেখায় 17,300-টি তাহলে কোনটা সঠিক, উ-কার না ঊ-কার ? যাকে নিয়ে এত মাতামাতি এত আবেগ তাঁর নামটাই সঠিক ভাবে লিখতে অক্ষম বেশির ভাগ লোক। ত্রিকোণপাদ থেকে শুরু করে অনেক বড় বড় যায়গাতেও একই অবস্থা বিদ্যমান। এই হচ্ছে আমাদের ছাগুপ্রীতির নমুনা!! ডিসক্লেইমার: এই পোস্টটি ক্রিয়েটিভ কমনস এর আওতায় টেমপ্লেট ব্যবহার করে লিখিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.