আমাদের কথা খুঁজে নিন

   

না মইরা বাইচ্যা আছিরেএএএএএ......

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

একটা সময় গরমে পানির বহুত কষ্ট করেছি। আশে পাশে সব বিল্ডিংয়ে টানা মটর ছিল।

তাদের পানির কোন সমস্যা ছিল না কিন্তু আমাদের বাড়ীওয়ালার ই টানা মটর ছিল না। পাশের বাড়ীওয়ালারা যখন মটর দিয়ে পানি টানত তখন আমাদের বাড়ীতে আর পানি আসত না। কারেন্ট চলে গেলে সব মটর বন্ধ হয়ে যেত আর তখন আমরা টিউবয়েল চেপে পানি আনতাম। সবাই তটস্থ থাকত এবং দোয়া করত কখন কারেন্ট যাবে আর কখন কলসী, বালতি নিয়ে আগে জায়গা বুকিং দিবে। ঘড়ি মেপে মিনিট হিসেবে পানি নিতাম।

তো আল্লাহর রহমতে এরকম সমস্যা মনে হয় গত ৩/৪ বছর যাবত নেই। কিন্তু গত কালকে মটর নষ্ট হয়ে যাওয়ায় আজকে নিচ থেকে পানি আনতে হল। ৮/১০ কলসী পানি নিচে থেকে দোতলায় উঠালাম। উঠানোর সময় খারাপ লাগছিলনা। রাতে আবার আনলাম ৮ কলসী।

আর আমাদের প্রিন্সিপাল বেচারার বাসায় কোন মেয়ে মানুষ নাই উনার বাসায় দিয়ে আসলাম ২ কলসী। কিন্তু এখন দেখি কোমর ব্যাথা হয়ে গেছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।