আমাদের কথা খুঁজে নিন

   

দরখাস্ত করে, হুজুরে পানিপড়া দিয়ে, স্লোগান দিয়ে এই সমাজ একচুলও পরিবর্তন করা যাবে না__ জসিম উদ্দিন মণ্ডল

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

কমরেড জ্যোতি বসুর স্মরণসভায় কমরেড জসিম উদ্দিন মণ্ডল বলেন, সমাজতন্ত্র ছাড়া কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। চল্লিশের দশক থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে, তারা বড় লোকের, জোদ্দারের ও মহাজনের সরকার। এরা শ্রমিকের স্বার্থরক্ষা করবে না। তিনি উপস্থিত ছাত্র-যুবকদের উদ্দেশ্যে বলেন, দরখাস্ত করে, হুজুরে পানিপড়া দিয়ে, স্লোগান দিয়ে এই সমাজ একচুলও পরিবর্তন করা যাবে না।

শ্রমিকের রাজনীতি বুঝে, অঙ্ক করে জীবন বাজী রেখে লড়াই করে এই সমাজ ভাঙ্গতে হবে। এবং ভাঙ্গিতেই হবে। তিনি বলেন, শ্রমিককেই লড়াই ও বিপ্লবের মাধ্যমে এই বড় লোকের সমাজ ভেঙ্গে তার নিজের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ২৭ জানুয়ারি বিকেল ৫টায় সোপার্জিত স্বাধীনতায় প্রগতিশীল ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কমরেড জ্যোতি বসুর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি কমিউনিস্ট পার্টি করেছি এবং এখনো করছি পেটের যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায়, বাঁচার জন্যে ও অন্যকে বাঁচাবার জন্যে।

এই হাত দিয়ে ব্রিটিশকে গুলি করেছি, পাকিস্তানীদের মেরেছি, মুক্তিযুদ্ধ করেছি_আজো আমি এই সমাজ ভাঙ্গার জন্য কাজ করছি। তোমরা না ছাত্র! তোমরা না যুবক! তোমাদের ভয় কিসের? মানবমুক্তির সংগ্রামের মহান নেতা কমরেড জ্যোতি বসুকে স্মরণ করে তিনি বলেন, আমি এখানে এসেছি_তোমরা কিভাবে জ্যোতি বসুকে স্মরণ কর, কারা কর, কিভাবে কর তা দেখতে শুনতে। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, আমি জ্যোতি বসুর আদর্শকে গ্রহণ করেনি, শ্রমিকের আদর্শ গ্রহণ করে রাজনীতি করছি। জ্যোতি বসুও শ্রমিকের আদর্শ গ্রহণ করে রাজনীতি করেছেন। তিনি বামপন্থীদের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, শ্রমিক শ্রেণীর আদর্শ গ্রহণ করে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে বাম্পন্থীদের ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ ভাঙ্গার লড়াই করতে হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।