আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাধা: পারলে করুন দেখি -৮

গান গাই, আর মনরে বুঝাই আরে আরে ঘুমিয়ে পড়লেন নাকি!!! এটা সলভ করে যান! তারপর আরাম করে ঘুমান একটি রুমে ১২ জন মানুষ আছে. এর মধ্যে কিছু সৎ এবং কিছু অসৎ. সৎ মানুষ গুলো সব সময় সত্য বলে আর অসৎ মানুষ গুলো সব সময় মিথ্যা বলে. তাদের সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো, "রুমটিতে কত জন সৎ মানুষ আছে?" উত্তরে প্রথম জন বলল, "রুমটিতে কোনো সৎ মানুষ নেই." দ্বিতীয় জন বলল, "এক জনের বেশি সৎ মানুষ নেই." তৃতীয় জন বলল, "দুই জনের বেশি সৎ মানুষ নেই." চতুর্থ জন বলল, "তিন জনের বেশি সৎ মানুষ নেই." এভাবে বলতে বলতে ১২ তম মানুষ বলল, "১১ জনের বেশি সৎ মানুষ নেই." প্রশ্ন হচ্ছে, রুমটিতে আসলে সৎ মানুষের সংখ্যা কত? ৬-৭ কিছু একটা বলে দিলে হবেনা, লজিক চাই। দেখা যাক আজকের বিজয়ী কে?  

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.