আমাদের কথা খুঁজে নিন

   

রাতিন বেচে উঠুক এই মূহুর্তে এটিই একমাত্র প্রার্থনা

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

সায়মা ইসলাম (রাতিন)। ৭ বছরের মেয়ে রাতিন এখন মৃত্যুর দিনক্ষণ গুনছে। কঠিন একটি রোগে ভূগছে ছোট্ট শিশুটি। একিউট লিম্ফোইড লিউকেমিয়া। এখন আছে কলকাতার ঠাকুরপুর ক্যান্সার ইনস্টিটিউটে।

এ রোগ সারাতে দীর্ঘকালীন (৪থেকে ৫ বছর) চিকিতসার প্রয়োজন। তিন মাস অন্তর কেমিউথেরাপি দিতে হবে। এর জন্য প্রয়োজন পরবে ৭৫ লাখ টাকার। এব্যয়ভার বহনের ক্ষমতা নেই রাতিনের পরিবারের। প্রায় সবকিছুই খুইয়ে বসেছে পরিবারটি মেয়েটিকে বাচাতে।

রাতিন যশোর ইনস্টিটিউট প্রাইমারি ষ্কুলের প্রথম শ্রেনির ছাত্রী। আসুন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি রাতিনকে বাচাতে। আমরা থাকতে একটি শিশু বিনা চিকিৎসায় মারা যাবে সেটা কি হতে পারে? আপনাদের কাছে অনুরোধ যতটা পারুন সহায়তা করুন এবং এ খবরটি আপনার ওয়েবসাইটে, ব্লগে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। You may donate money @ Saving account Number: 6354, Islami Bank Bangladesh Ltd, Elephant Road Branch, Dhaka. For further information : 01745114289, 01675547422 ইংরেজী থেকে বংগানুবদ করে রিপোষ্ট করলাম এই আশায় অনেকেই হয়ত সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। অনুমতি নেয়া হয়নি।

আশাকরছি রাতিনকে বাচানোর সামান্যতম সহানুভুতি আর সহমর্মিতা আপনার আজকের দিনটিকে সার্থক করে তুলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.