আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রুটস ভ্যালি

!!!

পরিত্যক্ত একটা কূপ। এমনিই পড়ে ছিল। কতিপয় কর্তাব্যক্তি উদ্যোগ নিলেন এখানে ভিন্ন কিছু করা যায় কি না। পরিকল্পনামাফিক কাজ শুরু হলো। এবং ২০০৫ সালের ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ফ্রুটস ভ্যালি।

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজীবাজারের গ্যাস ফিল্ডে এর অবস্হান। ১৬০টির মতো দেশী-বিদেশী ফলগাছের সমন্বয়ে গড়ে উঠেছে এই ভ্যালি। ছোট সিড়িগুলো দিয়ে যখন উপরে উঠছিলাম তখনই মনে হয়েছিল উপরে খুব সুন্দর কিছু অপেক্ষা করছে। এবং আমার অনুমান মিথ্যা হয়নি। টিলার চূড়ায় উঠেই মনটা ভাল হয়ে গেল।

ভ্যালিকে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সজ্জিত করা হয়েছে। চাইনিজ নির্মাণশৈলী, আপেল, আনারস, আঙ্গুর লতার তোরণ ইত্যাদি বিশেষত শিশুদের জন্য দারুন চিত্তাকর্ষক। দ্রাক্ষালতার তোরণ বিদেশী ফলগাছ যেমন- কফি, রুটি ফল, সবুজ আপেল ইত্যাদির পাশাপাশি রয়েছে দেশীর প্রায় হারিয়ে যাওয়া ফল ঢেউয়া, ঢেফল, থৈকর ইত্যাদির গাছ। বর্তমানে ভেষজ উদ্ভিদের জন্য আলাদা জায়গা নির্ধারণ করে চলছে গাছ লাগিয়ে পরিচর্যা। নিয়মিত নতুন নতুন ফলের গাছ সংযোজন হচ্ছে।

নাম ফলক থেকে জানা গেল দেশী-বিদেশী প্রখ্যাত ব্যক্তিদের হাতেও প্রচুর গাছ লাগানো হয়েছে। ১৪২টি ফলগাছের তালিকা সবুজ আপেল উদ্ভিদকূলের পাশাপাশি এখানে ঠাঁই পেয়েছে প্রাণীকূলও। কালিম, টার্কি, চিনে হাঁস, ঘুঘু, ময়না, লাভবার্ড, খরগোশসহ গিনিপিগও আছে। দু’টো কালিমকে দেখলাম ঘর বাধাঁর প্রস্তুতি নিচ্ছে। কালিম পাখি টার্কি চিনে হাঁস লাভ বার্ডস রয়েছে একটি পরিবেশবান্ধব কটেজ।

সিলেটী বেত, শীতল পাটি, গাছের বাকল ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এই কটেজ। ভিতরে প্রবেশের সাথে সাথেই আপনাকে অদ্ভূত প্রশান্তিতে ভরিয়ে দিবে। এখানে দাড়িয়ে উপভোগ করা যাবে চারিপাশের রাবার বাগান। অদূরে রাবার বাগান নিজের তো বটেই বিশেষত শিশুদের জন্য এটি অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষনীয় স্হান। তবে প্রবেশের পূর্বে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের অনুমতি অত্যাবশ্যক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।