আমাদের কথা খুঁজে নিন

   

আত্বপক্ষ সমর্থনের সুযোগ চাই

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

কিছুদিন আগে আমি একটি পোষ্ট দিয়েছিলাম "জাতির জনক" নিয়ে। ঐ পোষ্টে আমি খুবই সাধারন ভাবে বাংলাদেশের সংবিধানে "জাতির জনক" শব্দটির অবস্তান কি এবং কখন কিভাবে তা হয়েছিল উল্লেখ করছিলাম। পরিশেষে জানতে চেয়েছিলাম আমার লিখার মধ্যে কোন ভুল আছে কিনা এবং থকালে সত্যিটা কি। ঐখানে আমাকে যাতা ভাবে কিছু শয়তান গালি গালাজ করেছিল আর গালি গালাজ করে আমার ঐ পোষ্টের বিরদ্ধে লিখেছিল। তারা আমার পোষ্টটা সরানোর কথাও বলেছিল।

ভাগ্যের নির্মম পরিহাস, কর্তৃপক্ষ আমাকে আত্বপখক্ষ সমর্থনের সুযোগ ও দিল না উল্টো আমার পোষ্টটা মুছে দিল। এতে আমার কোন আক্ষেপ নেই, অথচ আমাকে যারা গালি দিল উনাদের বিরুদ্ধে কোন ব্যবস্তা নিল না যেন সব দোষ আমার। আমি জানতে চেয়ে বার্তমান সংবিধানের অবস্তা বলেছি মাত্র এতে কোন লিয়ম ভঙ্গ হয়েছে বলে মনে করি না, কিন্তু নিয়ম ভঙ্গ করেছিল আমাকে যারা অকাথ্য ভাষায় গালি দিয়েছিল। বিনিময়ে কে কারা কার ইন্ধনে বাকশালী কায়দায় উল্টো আমার পোষ্টটাই মুছে আমকে সাধারন মানে নামানো হল। এমতাবস্তায় আমি কর্তৃপক্ষের কাছে এর সুবিচার চাই, সাথে সাথে এই ব্লগে যে কোন অনিয়মের জন্য আত্বপক্ষ সমর্থনের সুযোগ দেবার আবেদন করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।