আমাদের কথা খুঁজে নিন

   

মায়ামীতে হুমায়ূন আহমেদকে মরণোত্তর সম্মাননা

বাংলাদেশ ডে'র আমেজে ৩০ আগস্ট থেকে ফ্লোরিডার নর্থ মায়ামী বিচ সিটিতে অনুষ্ঠিতব্য ৩ দিনের নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি)-এ জননন্দিত প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে মরণোত্তর সম্মাননা জানানো হবে। আজীবন সম্মাননা জানানো হবে কমু্নিটির প্রিয় ব্যক্তিত্বকে। এছাড়া দেশ ও প্রবাসে মানবসেবায় অসামান্য অবদানের জন্যে আরও কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

অপরদিকে, এনএবিসিকেও নর্থ মায়ামী বিচ সিটির পক্ষ থেকে প্রক্লেমেশন প্রদান করা হবে।

এনএবিসির অতিথির তালিকায় রয়েছেন- বাংলাদেশের কৃষক সমাজের অকৃত্রিম বন্ধু শাইখ সিরাজ, টিভি টক শো'র জনপ্রিয় হোস্ট দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চেৌধুরী, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় আব্দুস সালাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুর আর খান, প্রখ্যাত সমাজকর্মী ড, জিয়াউদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব ও ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ-উর-রব, প্রখ্যাত শিক্ষাবিদ আসিফ চেৌধুরী এবং ড. সেজান মাহমুদ এবং সমাজকর্মী ড. আওয়াল ডি খান।

সম্মেলনে অংশ নিতে ফ্লোরিডায় আসছেন বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা।

জুলিয়াস লিটম্যান থিয়েটারের আলো ঝলমল মিলনায়তনের বাইরে সূর্যাস্তের প্রাক্কালে বাংলাদেশ, আমেরিকা, কানাডার জাতীয় পতাকা এবং এনএবিসির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের শুভ সূচনা ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি ও বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিসহ স্বাগতিক শহরের প্রবাসীরা সম্মেলনের হোটেল শেরাটন থেকে মোটর শোভাযাত্রা সহকারে জুলিয়াস লিটম্যানে আসবেন। এরপর মিলনায়তনে ৩ দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানমালা শুরু হবে।

এনএবিসির কর্মকর্তারা এনাকে জানান, সূর্যোদয়ের সিটি হিসেবে মায়ামীর ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সংস্কৃতির জয়গান গাওয়া হবে এ সম্মেলনের প্রতিটি পর্বে।

পরিবেশিত হবে যুক্তরাষ্ট্র এবং কানাডার আমেজে পরিপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.