আমাদের কথা খুঁজে নিন

   

লালসালুকে জেনারেল থেকে সেফ করা হোক।

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

ব্লগে ইদানিং কিছু ব্লগার বাড়াইতে চায় হীট, অন্যের ভাল দেখলে তাদের মাথায় ঢুকে কীট। হীট হতে তারা যা-তা করে গরম হয় তালু, এমন কিছু ব্লগারের স্বীকার আমাদের লালসালু। একজনেরই থাকে ওদের দশ ধরনের নিক, মনে করে পাবলিক ভুদাই হাসে খিক খিক। ব্লগার সবাই ভুদাই নহে বুঝে এটা ঠিক, মনে করে তারা আসলে মেন্টালি সিক। হায়রে কাল এই নিকধারীরা দেখাইল কি খেল, তাদের কারনে লালসালু আজ হৈল জেনারেল। আসেন এর প্রতিবাদ করি খোলা রেখে চোখ, লালসালুকে জেনারেল থেকে সেফ করা হোক। লালসালুর ব্লগ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.