আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ালঃ প্রিজন ব্রেক- যেন অনেকগুলি রোমাঞ্চকর মুভির সমন্বয়

সব ক'টা জানালা খুলে দাওনা...
বিটিভির সৌজন্যে ভেশ ভালো কিছু হলিউডে নির্মিত টিভি ড্রামা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে, যেমন ম্যাকগাইভার, দ্যা ফল গাই, নাইট রাইডার, স্পেল বাইন্ডার এরকম আরো কিছু। বলা বাহুল্য এগুলো এ দেশে যথেষ্ঠ জনপ্রিয়তা পেয়েছে, শুধু সিরিয়াল্গুলোই নয় কিছু ক্ষেত্রে সিরিয়ালের বিশেষ কিছু ক্ষেত্রে সিরিয়ালের মূল চরিত্র ও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। কিছুদিন আগে এক জুনিয়রের কাছ থেকে মুভি সংগ্রহ করার সময় "প্রিজন ব্রেক" এর কথা জানলাম। ও বললো "ভাই, সব মুভি দেখা শেষ করে এই সিরিয়াল দেখা শুরু করবেন, কারণ এটা শেষ না করে অন্য কিছু ভালো লাগবেনা। " আমি অতটা পাত্তা দেইনি কারণ ও প্রায় ই এমন চাপা মেরে থাকে।

যা হোক একদিন শুরু করলাম এর প্রথম পর্ব দেখা, অচিরেই বুঝলাম আমার জুনিয়র এবার অন্তত ঠিক ই বলেছে আমায়, এমন ...উমম বাংলায় কি বলা যায়...থাক ইংরেজীতেই বলি...এমন ক্যাপটিভেটিং ড্রামা আমি আগে কখনো দেখিনি। প্রত্যেকটা পর্ব আমি গোগ্রাসে গিলতে লাগলাম। রাতে খাবার পরে পিসির সামনে বসি, কখন রাত ২-৩ টা বেজে যায় আমি টের ই পাইনি কয়েকদিন। সব থেকে যেটা অবাক লেগেছে মোট ৪ টা সিজনে শেষ করা এই মেগা সিরিয়াল কখনোই তেমন বোরিং লাগেনি যেমনটা সাধারনত মেগা সিরিয়ালে হয়ে থাকে। আমি সিজন১ থেকে শুরু করি, পরে বাকিগুলো নিয়েও পোস্ট করবো।

সিরিয়ালের মূল চরিত্র মাইকেল স্কোফিল্ড যার ভাইকে ভাইস প্রেসিডেন্টের ভাই এর হত্যাকান্ডে ফাঁসিয়ে দেয়া হয়েছে এবং তার মৃত্যুদন্ডাদেশ হয়েছে। মাইকেল কে তার ভাই তার বাবা মা ছেড়ে যাবার পরে মানুষ করেছে তাই সে কিছুতেই মেনে নিতে পারেনা এই ঘটোনা। মাইকেল একজন স্ট্রাকচারাল ইঞ্জিনীয়ার। মাইকেলের তার ভাই যে কারাগারে থাকে তার ডিজাইন নিয়ে পড়াশোনা শুরু করে। প্রচুর পরিশ্রম করে সে জেল পালানো এবং তার পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা করে।

পরিকল্পনার অংশ হিসেবে সে নিজে ব্যাঙ্ক ডাকাতির অভিনয় করে তার ভাই যেই জেলে আছে সেখানে যায়। এরপর থেকে শুরু হয় তার জেল পালানোর অবিরত চেষ্টা আর পদে পদে বাধা অপসারণের আপ্রান সাধনা। কিন্তু জেল পালানো বললেই তো আর হয়না, সেখানে অনেক সাহায্যের সরকার হয়, তার পরিকল্পনার অংশ হিসেবে সে ঐ জেলখানার গুরুত্বপূর্ণ ডিটেইলগুলি নিজের শরীরে উল্কি আঁকিয়ে রাখে। তার মূল পরিকল্পনা থাকে তাঁর ভাই সহ জেল পালানো কিন্তু ঘটনাক্রমে সে জড়িয়ে যায় আরো কিছু আসামীর সাথে যাদের সাথে নিয়ে তাঁকে পরিকল্পনা সাজাতে হয়। সিজন ১ এ দেখানো হয় কিভাবে সে আস্তে আস্তে নিজের পরিকল্পনা মাফিক এগোতে থাকে এবং কিভাবে একের পর এক অপ্রত্যাশিত বাধা এসে তার পরিকল্পনা ভেস্তে দেয় এবং সে আবার তা ঠিক করে নিতে বাধ্য হয়।

জেলে তার যাদের সাথে পরিচয় হয় এই চরিত্রগুলি ও বেশ মজার, এক এক জনের এক এক রকম কাহিনী। কেউ লঘু পাপে আর কেউ বা গুরু পাপে সাজা ভোগ করছে, মাইকেল না চাইতেও জড়িয়ে যায় এদের সাথে। একজন ইঞ্জিনীয়ার যে একজন সফল মানুষ হিসেবে জীবন যাপন করছিলো সেই কারাগারের অসহনীয় জীবনে ঢুকে যায় শুধু মাত্র তাঁর ভাইকে নিয়ে পালিয়ে অন্যত্র গিয়ে জীবন যাপনের। এই সিরিয়ালের পর্ব গুলি View this link থেকে ডাউনলোড করে দেখা শুরু করুন তারপর না হয় আবার আলোচনা করা যাবে, তবে এটুকু বলতে পারি যে অন্তত খারাপ লাগবেনা।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।