স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......
## প্রথমে আমাদের দোষটা শুনুন।
সবকাজ কর্ম শেষ করে বা কিছু কাজ হাতে রেখে কত আশা নিয়ে খেলা দেখতে টিভি সেটের সামনে বসা। গভীর রাত পর্যন্ত প্রায় ২টা/৩টা না ঘুমিয়ে খেলা দেখা। পরের দিন স্কুল/ কলেজে যেতে অনেক সমস্য হত। পড়া লেখা ফাঁকি দিয়ে খেলা দেখা।
নিজের বাসায় টিভি না থাকাতে অন্যর বাসার জানালা দিয়ে খেলা দেখতে গিয়ে কত বকাবকি শোনা। দোকানের সামনে দাড়িয়ে খেলা দেখে কত দোড়াদোড়ি খাওয়া। গভীর রাতে বন্ধুদের সাথে খেলা দেখে বাসায় ফিরে মা, বাবার বকাবকি শোনা। গভীর রাতের আঁধারে বিজয়ের মিছিল করা। এবং কি টাইগার বাহিনীকে একনজর দেখার জন্য অনেক দূর থেকে এসে স্টেডিয়ামে খেলা দেখা।
আরো কত কি করলাম। এসব সাপোর্টের ফল কি আমরা বার বার টাইগারদের মাথা নিচু দেখা? বা পরাজয় দেখা ?? নাকি তাদের কে সাপোর্ট দেওয়াতে আমাদেরকে আজ এই প্রতিদান দিতাছে। তাহলে ভাবভো সব দোষ আমাদের ??
## খেলোয়াড়ের দোষটা শুনুন।
তারা কি জাতির জন্য খেলে? তারা কি দেশের জন্য খেলে? নাকি তারা তাদের স্বার্থের জন্য খেলে? সারা দেশের মানুষ তাকিয়ে আছে তাদের পারফরম্যান্সের উপর, কিন্তু তারা কি পারফরম্যান্সে করছে দেশের জন্য। কোন একটা খেলোয়াড় যদি ১৫/১৬ টা ম্যাচের ভিতর একটা ম্যাচ ভালো করে, তাহলে সে অনেকগুলো ম্যাচের জন্য স্থায়ী বাসিন্দা হয়ে যায়।
আমার জানা মতে তারা তাদের স্বার্থের জন্য খেলায়। কারন তারা আজ পর্যন্ত জাতিকে বড় ধরনের কিছু এনে দিতে পারে নাই, তারা এমন কোন পারফরম্যান্স করে না যে তাদের কে সেরা প্লেয়ারের অনুদান দিতে হবে। আমরা তাদের খেলা দেখে অনেক দুঃখ পেতে হয়, আর তাদের কি হয় জানেন, পকেট ভারি হয়। ক্রিকেট বিশ্বের সব দেশের খেলোয়াড় আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আই পি এল) খেলতাছে। অথছ আমাদের কেউ নেই।
আমরা যতই বলি, তারা আমাদের শত্রু ভেবে দলে নেয় না তা কিন্তু পুরোটা ঠিক না। কারন আমাদের দেশের খেলোয়াড়দের এতই পারফরম্যান্সর যে, তারা এখনো পর্যন্ত আইপিএল খেরার যোগ্যতা অর্জন করেনি। বিশ্বের সব দেশের সাবেক খেলোয়াড়রা আজ কেউ কোচের দায়িত্বে আছেন, কেউ আম্পায়ারের দায়িত্বে আছেন, কেউ ধারা ভাষ্যকার পদে আছেন। আর আমরা। হ্যাঁ আমরাও আছি, তবে আমরা কোথায় আছি।
নিজের দেশেই আমরা আছি বুঝলেন।
## এবার আসুন নির্বাচকদের দোষগুলো কি?
না তাদের নিয়ে আমার তেমন কিছু আর বলার নাই। শুধু নির্বাচকদের নিয়ে আমার আগের লেখাটা দেখুন View this link
ব্লগার প্রিয় ও ক্রিকেট প্রিয় ভাই ও বোনেরা আপনারাই বলুন দোষটা আসলে কার??
ধন্যবাদ সবাইকে, কষ্ট করে আমার লেখাটা পড়ার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।