সপ্নেরা হয়ে যাক সবুজ ডানা.....ইচ্ছেদের ছুটি দিলাম, খেয়ালের যত সব নিয়ম ভেঙে .... জোছনার সঙ্গি হলাম
বাসাত্তন নাইম্মা একখান রিকশা লৈয়া সোজা ফারামগেট আইলাম। আইয়া দেহি খামারবাড়ির সামনে থিকা রাস্তা টোটালী বন্ধ। কোন উপায় না পায়া সোজা হাটা ধরলাম। হাটতেই আছি আর হাটতেই আছি, সাথে সাথে হাজার হাজার মাইনষের গুতা খাইতেই আছি আ খাইতেই আছি। ঘন্টা খানেক পর আয়া পর্লাম বঙ্গবন্ধু আন্তর্জাতি সম্মেলন কেন্দ্রে।
দেক্লাম একপশে "লাক্স চ্যনেল আই সুইপার স্টার" এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠান হৈতেছে। আর আরেক দিকে আমার কাংখিত সেই ল্যপটপ মেলা। আয়োজক..............................
যাহোক, একখান ২০ টকার চকচকা একখান নোট দিয়া টিকেট কাইট্টা ভেতরে গ্যলাম। ঢুকতেই আমগোরে লাল কালো প্যলাস্টিকের ব্রেসলেট দিয়া বরণ করল। ব্রেসলেট পচন্দ না হৈলেও বড়ই প্রিত হৈলাম।
এইবার আসল কাম, ল্যপটপ দ্যকতৈব।
তার কি আর উপায় আছে? কোন স্টলের সামনে পা রাখার জায়গা নাই। দেইক্কা মনে হৈল বাঙাল কোন কালে ল্যপটপ দ্যহেনাই, এইবার প্রথম।
এক প্রকার যুদ্দ কৈরা ঢুকলাম এক স্টলে। ঢইক্কাতো আমার চোকখু দুইডা তাল গাছে।
মাল্টিপ্ল্যন সেন্টারে যেইডার দাম ৩০-৩২ হাজার এহানে সেইডার দাম ৩৮-৪০ তাও আবার ডিসকাউন্ট এর পরে। সব স্টলেই একই অবস্থা। কিন্তু আসুসের স্টলের সামনে গিয়া চোকখু গুলা ফিরা পাইলাম ১২০০০ টাকা দামের ল্যপটপ দেইক্কা।
হঠাৎ গায়েবী আওয়াজ............ "জুম পয়েন্টে আপনাকে স্বাগতম, সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট নিয়ে এলো জুম আলট্রা" ( খালি জুতাইতে মন্চাই )
জুমের সামনে গিয়া দেহি স্টলে তারা কয়েকজন ছাড়া আর কোন কাস্টমার নেই। লেখা আছে ফ্রি বাউজ করুন।
আমারো একটা জুম মডেম আছে তাই কিন্চিত কচন দেওনের লেইগ্যা গ্যলাম। আমারে ফরেনার মার্কা এক ভদ্র লোক আয়া ..........
_অয়েল (তেল)কাম স্যার ........ বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
: আপ্নাদের কানেকশন কি ফেরত দেওয়ার কোন সিস্টেম আছে?
_ না স্যার, কিনতু কেন?
: আমি ওটা আর ব্যবহার করিনা। কোন স্পিড পাইনা তাই অন্য লাইন ব্যবহার করি।
_ স্যার, আপ্নি কোন এলাকায়?
: গ্রিন রোড।
_ওহ!! সরি স্যার আমাদের কাভারেজ এখনো উইক ওই এলাকায়।
খুব শিগ্রি ঠিক হয়ে যাবে।
: আপ্নাদের এখানে যে মডেম আছে তার স্পিড কত?
_৩০০
: ৩০০ কি?
_ স্যার ৩০০ স্পিড
: ডাউনলোড স্পিড কত আর ব্রউজিং স্পিড কত?
_ স্যার বোথ আর ৩০০।
: খালি জুতাইতে মন্চাই (মনে মনে)
এর মধ্যে আরেক ভদ্রলোকের আগমন (কাস্টমার)
_আমি উত্তর বাড্ডয় থাকি, কোন স্পিড পাইনা।
:ওহ!! সরি স্যার আমাদের কাভারেজ এখনো উইক ওই এলাকায়। খুব শিগ্রি ঠিক হয়ে যাবে।
...........................
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।